লাহৌর: পাকিস্তানে ফের আত্মঘাতী হামলা, মৃত্যু ৯০ পাক সেনাকর্মীর। বিস্ফোরণে সম্পূর্ণ ভস্মীভূত একটি বাস। পাক-কনভয়ে ছিল মোট আটটি বাস। এরপর, অন্য বাসগুলি ঘিরে ফেলে পাক-সেনাদের উপর গুলিবৃষ্টি করা হয়। মোট ৯০ পাক-সেনার মৃত্যু হয়েছে। ঘটনার দায় স্বীকার করেছে Baloch Liberation Army (BLA). মঙ্গলবারই বালুচিস্তানে Jaffar Express ছিনতাই করেছিল বালোচ লিবারেশন আর্মি। পণবন্দী ২১৪ জনকে হত্যার দাবি করেছিল তারা। তার পর এক সপ্তাহও কাটল না, ফের হামলা। (Pakistan Army Convoy Attacked)
রবিবার কোয়েট্টা থেকে তফতান যাচ্ছিল পাক সেনার কনভয়। সেই সময়ই হামলা চালানো হয় বলে খবর। পাকিস্তান সরকারের তরফে যদিও এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর জানানো হয়েছে। কিন্তু BLA-র দাবি, কমপক্ষে ৯০ জন সেনাকর্মী মারা গিয়েছেন তাদের চালানো আত্মঘাতী হামলায়। ২১ জন আহত হয়েছেন। এই ঘটনায় ফের একবার বালুচিস্তানের অস্থির পরিস্থিতি প্রকট হয়ে উঠল। (Baloch Liberation Army)
ট্রেন ছিনতাইয়ে যুক্ত থাকা, BLA-র ফিদায়েঁ গোষ্ঠী 'মজিদ গোষ্ঠী'ই পাক সেনার কনভয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। BLA-র তরফে লিখিত বিবৃতিতে বলা হয়, 'বালোচ লিবারেশন আর্মি-র ফিদায়েঁ গোষ্ঠী মজিদ ব্রিগেড দখলদার পাকিস্তান সেনার কনভয়ে হামলায় চালায় কয়েক ঘণ্টা আগে। নোশকির RCD হাইওয়ের উপর, রক্ষণ মিলের কাছে Vehicle-Borne Improvised Explosive Device-এর মাধ্যমে ফিদায়েঁ হামলা চালানো হয়। পাক সেনার কনভয়ে আটটি বাস ছিল, তার মধ্যে একটি বিস্ফোরণে সম্পূর্ণ ভাবে উড়ে গিয়েছে'।
পাকিস্তানি সংবাদমাধ্যম Dawn জানিয়েছে, Noshki-তে ৫ নম্বর ফ্রন্টিয়ার কর্পসের কনভয়ে হামলা চালানো হয়। জাতীয় সড়কের উপর হামলা চালায় জঙ্গিরা। Noshki Station House Officer জাফরুল্লা সুমালনি জানান, প্রাথমিক তদন্তে বোঝা গিয়েছে এই হামলা আত্মঘাতী হামলা। লিখিত বিবৃতিতে বলা হয়, 'কোয়েট্টা থেকে তফতান যাওয়ার পথে হামলা হয়। সাতটি বাস এবং দু'টি গাড়ি ছিল কনভয়ে। একটি বাসে বিস্ফোরণ ঘটে, যা আত্মঘাতী বিস্ফোরণ বলেই মনে করা হচ্ছে। আর একটি বাসে গ্রেনেড ছোড়া হয়'।
ঘটনাস্থলে পৌঁছেছে সেনার হেলিকপ্টার। ড্রোন ঘুরছে আকাশে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও হতাহতের সংখ্যা নিয়ে পরস্পরের দাবিতে বিস্তর ফারাক চোখে পড়ছে। BLA-র দাবি, আত্মঘাতী হামলার পর চাদের Fateh Squad এবং অন্য যোদ্ধারা আর একটি বাসকে ঘিরে ফেলে। সেই বাসে যত জন সেনাকর্মী সওয়ার ছিলেন, এক এক করে সকলকে মেরে ফেলা হয়। সবমিলিয়ে ৯০ জন সেনাকর্মীকে খুন করা হয়েছে।
এই হামলার পর বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, "বালুচিস্তানের শান্তি নিয়ে যারা ছেলেখেলা করছে, তাদের চরম পরিণতি হবে। কাপুরুষোচিত এই হামলা আমাদের মনোবল ভাঙতে পারবে না। বালুচিস্তানে সন্ত্রাসের কোনও জায়গা নেই। যে কোনও মূল্যে শান্তি ফিরিয়ে আনা হবে। সন্ত্রাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চলবে।" BLA পাকিস্তানের একটি বিচ্ছিন্নতাকামী সংগঠন, যারা পৃথক বালুচিস্তানের দাবিতে লড়াই চালিয়ে আসছে। পাকিস্তান সরকার যদিও তাদের সন্ত্রাসবাদী সংগঠন হিসেবেই গণ্য করে।