নয় বাসযাত্রীকে অপহরণ করে খুন করল সশস্ত্র একদল দুষ্কৃতী। পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে বালুচিস্তান প্রদেশের ঘটনা। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রের খবর, প্রাদেশিক সরকারি মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধেয় একাধিক বাস থেকে যাত্রীদের অপহরণ করে দুষ্কৃতীরা। এরপর তাঁদের কাছের একটি পাহাড়ে নিয়ে যাওয়া হয়।  অপর এক সরকারি আধিকারিক নাভেদ আলম জানিয়েছেন, ওই যাত্রীদের দেহ রাতে পাওয়া যায়। ঘটনায় এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে, অতীতে একই ধরনের ঘটনায় বিচ্ছিন্নতাবাদী বালুচ জঙ্গিদের নাম জড়িয়েছে। যারা পূর্ব পাঞ্জাব প্রদেশের বাসিন্দাদের শনাক্ত করার পর তাঁদের টার্গেট করেছে। এই অঞ্চলের অন্যতম সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি দীর্ঘদিন ধরে আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী খনিজ সমৃদ্ধ এই প্রদেশে কার্জকলাপ চালিয়ে যাচ্ছে। বালুচ জঙ্গিদের পাকিস্তান প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ যে, তারা পাঞ্জাব প্রদেশের সুবিধার্থে বালুচিস্তানের সম্পদ কাজে লাগাচ্ছে। যার ফলে এই হিংসা ও অস্থিরতা।

বেশ কিছু দিন ধরেই বালুচিস্তানের পরিস্থিতি অশান্ত। বিচ্ছিন্নতাকামীরা একদিকে স্বাধীনতার ঘোষণা করে দিয়েছেন, অন্যদিকে, সশস্ত্র সংগঠনগুলি পর পর চরমপন্থা অবলম্বন করছে। সেনার কনভয় লক্ষ্য করে হামলার পাশাপাশি, আস্ত ট্রেন হাইজ্যাকের ঘটনাও ঘটে গত কয়েক মাসে।

গত মে মাসের শেষ দিকেই বালুচিস্তানে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। গাড়ি নিয়ে সটান স্কুলবাসে ধাক্কা। সঙ্গে সঙ্গে তীব্র বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় সঙ্গে সঙ্গে তিন শিশুর মৃত্যু হয়। বাসে উপস্থিত আরও দু'জন মারা যান বলে জানা যায়। আহতের সংখ্যা ছিল প্রায় ৪০। সেনা স্কুলের বাসে আত্মঘাতী হামলা চালানো হয় বলে জানা যায়। হামলার তীব্র নিন্দা করেন পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মহসিন নকভি। (Balochistan News)

বালুচিস্তানের খুঝদার জেলায় এই ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পড়ুয়াদের তুলে স্কুলের উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি। সেই সময় এক আত্মঘাতী জঙ্গি তীব্র গতিতে গাড়ি নিয়ে বাসটিতে ধাক্কা মারে। ওই জঙ্গির গায়ে বা গাড়িতে বোমা বাঁধা ছিল বলে মনে করা হয়। কারণ বাসে গাড়িটি ধাক্কা মারার সঙ্গে সঙ্গে তীব্র বিস্ফোরণ ঘটে।

ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে আসে, তাতে বাসটিকে পুরো ছিন্নভিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় রাস্তার একপাশে। রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় টুকরো টুকরো অংশও। আধপোড়া অবস্থায় পড়ুয়াদের ব্যাগও পড়ে থাকতে দেখা যায়।