নয়া দিল্লি: ইরান-ইজরায়েল সংঘাতে আরও উত্তপ্ত পশ্চিম এশিয়া। ইজরায়েলের ‘অপারেশন রাইজ়িং লায়ন’-এর পাল্টা হিসেবে ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি‘ শুরু করেছে ইরান। এরই মধ্যে ইরানের পক্ষ থেকে একটি বড় দাবি করা হয়েছিল। সেই দাবিতে বলা হয়েছিল, ইসরায়েল যদি পারমাণবিক হামলা চালায়, তাহলে পাকিস্তান ইরানকে সমর্থন করবে এবং ইসরায়েলের উপর পারমাণবিক হামলা চালাবে। যদিও একটি রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান স্পষ্টভাবে এটি অস্বীকার করেছে।
'তুর্কিয়ে টুডে'-এর এক প্রতিবেদন অনুসারে, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একজন সিনিয়র জেনারেল এবং ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য মোহসেন রেজাই এক সাক্ষাৎকারে বলেছেন, 'পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে যে যদি ইসরায়েল পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করে, তাহলে আমরাও পারমাণবিক অস্ত্র দিয়ে আক্রমণ করব।'
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইরানের এই দাবি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, "ইসলামাবাদ এমন কোনও বিবৃতি দেয়নি।" পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ইরানের দাবিকে 'মিথ্যে' বলে ঘোষণা করেছেন।
এদিকে, ইরানি সংবাদমাধ্যম দাবি করেছে যে আয়াতুল্লাহ আলী খামেনি তার পরিবারের সঙ্গে একটি বাঙ্কারে লুকিয়ে আছেন। কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে ইসরায়েল খামেনির উপর হামলার পরিকল্পনা করেছিল। তারা এই পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেঈ যোগাযোগ করেছিল, কিন্তু ট্রাম্প তা নাকচ করে দেন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২২৪ জন নিহত হয়েছেন। এছাড়াও, ১২৭৭ জনেরও বেশি আহত হয়েছেন। পাল্টা জেরুজালেম এবং তেল আভিভে পরপর ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। ইরানি সেনার মিসাইল অ্যাটাকে বহু বাড়ি ভেঙে পড়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেল আভিভে আটতলা বহুতল ক্ষতিগ্রস্ত। ইরানের ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ে ইজরায়েলের বাট ইয়াম শহরে বহুতলের ওপর। ৩৫ জন নিখোঁজ, শতাধিক মানুষ আহত হয়েছেন।
ইরান-ইজরায়েল সংঘাতে আরও উত্তপ্ত পশ্চিম এশিয়া। ইজরায়েলের ‘অপারেশন রাইজ়িং লায়ন’-এর পাল্টা হিসেবে ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি‘ শুরু করেছে ইরান। গতকাল রাত থেকেদু’পক্ষের লড়াই আরও তীব্র হয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের দফতর ছাড়াও একাধিক তৈলখনিতে হামলা চালায় ইজরায়েল। ইরানের দাবি, আজ ভোরে জনবসতি এলাকায় বহুতল লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। পাল্টা জেরুজালেম এবং তেল আভিভে পরপর ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। ইরানি সেনার মিসাইল অ্যাটাকে বহু বাড়ি ভেঙে পড়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেল আভিভে আটতলা বহুতল ক্ষতিগ্রস্ত। ইরানের ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ে ইজরায়েলের বাট ইয়াম শহরে বহুতলের ওপর। ৩৫ জন নিখোঁজ, শতাধিক মানুষ আহত হয়েছেন।