নয়াদিল্লি: চলতি বছরে একাধিকবার ভূমিকম্প হয়েছে পাকিস্তানে। এর আগে মে মাসে কম্পন অনুভূত হয়েছিল। এবং চলতি মাসের শুরুর দিকেও কম্পন অনুভূত। হয়। এবার ফের রবিবার ভোরে পাকিস্তানের মাটিতে ভূমিকম্প। তবে এবারের কম্পনের মাত্রা আগের থেকে বেশি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২।
আরও পড়ুন, কসবাকাণ্ডে প্রতিবাদ করে লকআপে কাটল রাত, গ্রেফতারির প্রায় ১৪ ঘণ্টা পর মুক্তি সুকান্তর
গোটা বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশগুলির মধ্যে অন্যতম পাকিস্তান। প্রায়শই এই দেশের মাটিতে ভূকম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তথ্য সূত্র অনুসারে, পাকিস্তানে এদিন ভোর ৩ টা ৫৪ মিনিট নাগাদ আচমকাই পাকিস্তানে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ৩০.২৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৬৯.৮২ পূর্ব দ্রাঘিমাংশ। ভূপৃষ্ঠ থেকে ১৫০ কিমি গভীরে ছিল এই ভূমিকম্পের কম্পনের উৎসস্থল।
আবহবিদদের দাবি, ভূতাত্ত্বিকভাবে পাকিস্তান ইউরেশিয়ান ও ভারতীয় দুদিকেই টেকটোনিক প্লেটের উপরে উঠে রয়েছে। বালুচিস্তান, ফেডারেলি শাসিত উপজাতীয় এলাকা, খাইবার পাখতুনখোয়া ও গিলগিট-বালতিস্তান প্রদেশগুলি ইরানি মালভূমিতে ইউরেশিয়ান প্লেটের দক্ষিণ প্রান্তে অবস্থিত। মূলত ভূমিকম্পের এটাই কারণ হতে পারে।
পাকিস্তানে বারংবার ভূমিকম্প হয়েই চলেছে। জুনের শুরুতেই প্রথম সপ্তাহেই পয়লা ও ২ জুন ভূকম্পন অনুভূত হয়। যদিও সেইভাবে ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে বারবার ভূমিকম্প ফিরে আসার ঘটনাও উদ্বেগ বাড়িয়ে তুলেছে।