যদিও তিনি তাঁদের দুই প্রতিদ্বন্দ্বী আপ বা কংগ্রেসের মধ্যে কাকে পাকিস্তান বলে দেখাতে চাইছেন, তা পরিষ্কার নয়। শাহিনবাগে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী অবস্থানের প্রসঙ্গ তুলেও তিনি বলেছেন, পাকিস্তান এর মধ্যেই শাহিনবাগে ঢুকে পড়েছে, দিল্লিতে পাকিস্তানের ছোট ছোট এলাকা তৈরি করা হচ্ছে।
৮ ফেব্রুয়ারির ভোটে বিজেপিই জিতবে, ১১ ফেব্রুয়ারি ভোটগণনার দিন অরবিন্দ কেজরিবাল মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন বলেও আরেকটি ট্যুইটে দাবি করেন তিনি।
২০১৭য় কেজরিবাল তাঁকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করেন। গত বছর দলত্যাগ-বিরোধী আইনে আপ বিধায়ক পদও খারিজ হয় তাঁর।
আসন্ন বিধানসভা নির্বাচনে আপ বিধায়ক অখিলেশপতি ত্রিপাঠির বিরুদ্ধে প্রার্থী হয়েছেন কপিল।
এদিকে আপ নির্বাচন কমিশনে লিখিত নালিশ জানিয়েছে যে, মডেল টাউন আসনে বিজেপি প্রার্থী কপিল শর্মার কাছ থেকে ভুল মনোনয়ন গ্রহণ করা হয়েছে, তাঁর প্রার্থীপদ বাতিল করতে হবে। আপের চিঠিতে বলা হয়েছে, দশ বছর ধরে বিজেপি প্রার্থী কপিল মিশ্রের দখলে রয়েছে একটি সরকারি আবাসন। নির্বাচন কমিশন নির্ধারিত গাইডলাইন অনুসারে প্রার্থীদের সরকারি আবাসনে জল, ইলেকট্রিসিটি, টেলিফোন খরচের বকেয়া নেই, বা নো ডিউজ সংক্রান্ত সার্টিফিকেট দিতে হয় মনোনয়ন জমা দেওয়ার সময়। কিন্তু কপিল মিশ্র সেই সার্টিফিকেট দেননি বা ২৬নম্বর ফর্মের পার্ট এ-র ৮ নম্বর জায়গাটাও পূরণ করেননি, ইচ্ছাকৃত ভাবে ফাঁকা রেখে দিয়েছেন।