মেরঠ: সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) পক্ষে প্রচারে গিয়ে জেএনইউ, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রতিবাদ-বিক্ষোভ মোকাবিলার দাওয়াই দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান। উত্তরপ্রদেশের মেরঠে সম্প্রতি সিএএ-র সমর্থনে ডাকা প্রচারসভায় তিনি বলেন, তাঁর কাছে ওই দুটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ঠান্ডা করে দেওয়ার সঠিক ওষুধ আছে। বালিয়ানের বক্তব্য়ের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে তাঁকে বলতে শোনা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ১০ শতাংশ আসন পশ্চিম উত্তরপ্রদেশের লোকজনের জন্য় সংরক্ষণ করা হোক। তবেই সব মিটে যাবে। আর কেউ দেশবিরোধী স্লোগান দেওয়ার সাহস পাবে না!
সিএএ-র বিরুদ্ধে সম্প্রতি তীব্র প্রতিবাদ হয়েছে জামিয়ায়। নাগরিকত্ব আইন ছাড়াও জেএনইউয়ের পড়ুয়ারা বিক্ষোভ, আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে।
কেন্দ্রীয় পশুপালন, মত্স্যচাষ ও ডেয়ারি প্রতিমন্ত্রী বালিয়ান জনসভায় বলেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহকে অনুরোধ করছি, যারা জেএনইউ, জামিয়ায় দেশবিরোধী স্লোগান দেয়, তাদের ঠিক করার একটাই রাস্তা। পশ্চিম উত্তরপ্রদেশের জন্য ওখানে ১০ শতাংশ আসন সংরক্ষণ করুন। প্রত্যেকে সমঝে যাবে, আর কিছুই করতে হবে না। বালিয়ান আরও বলেন, নয়া নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর মুজফফরনগর, মেরঠ, বিজনৌর, গোটা পশ্চিম উত্তরপ্রদেশে অশান্তি ছড়ানোর চেষ্টা হয়েছিল। কোত্থেকে এসেছিল ওই লোকগুলো? কেন রাস্তায় নামল ওরা? এই আইন তো নাগরিকত্ব দেওয়ার জন্য, কেড়ে নেওয়ার জন্য নয়। জামিয়া, জেএনইউয়ের তুলনায় মেরঠের কলেজে এই আইন সমর্থন করা পড়ুয়ার সংখ্যা বেশি বলেও দাবি করেন তিনি।