নয়াদিল্লি: প্রবল বর্ষণে বিপর্যস্ত পাকিস্তান। National Disaster Management Authority জানিয়েছে, ইতিমধ্যেই দুর্যোগে প্রাণ হারিয়েছেন পাকিস্তানের ৯৮ জন। আহতের সংখ্যাও কম নয়। গুরুতর জখম হয়েছেন, ১৮৫ জন।

আরও পড়ুন, 'এটা সত্যিই দুঃখজনক যে, SSC -রাজ্য, চিহ্নিত দাগিদের সমর্থন করছে..', রাজ্য- কমিশনকে তুলোধনা ডিভিশন বেঞ্চের

কিছুদিন আগে প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তর ভারতের একাংশ। এবার কপাল পুড়ল প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের। মূলত একটানা প্রবল বর্ষণে ভেঙে পড়েছে বাড়ি। জলের ভিতরে পড়ে আছে বিদ্যুৎবাহী তার। তড়িতাহত হয়ে, বহু মৃত্যু হয়েছে। বহু জায়গায় ধসে গিয়ে, পা হড়কেও প্রচুর মানুষ আহত হয়েছেন।  

যদিও PMD (Pakistan Mateorological Department) আগেই খারাপ আবহাওয়ার আশঙ্কায়, একাধিক এলাকাকে সতর্ক করে করেছিল। রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, লাহোর-সহ আরও একাধিক জেলা ছিল এই সতর্কতার তালিকায়। যদিও সতর্কতার পরেও শেষ রক্ষা হল না। পাকিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যম The Express Tribune তাঁদের প্রতিবেদনে জানিয়েছে,  বন্যায় বহু রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। যার জেরে ট্রাফিক ব্যবস্থাও মুখ থুবড়ে পড়েছে। 

প্রবল বর্ষণের জেরে বন্যার প্রভাবে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে লাহোর, ফয়শালাবাদ, গুজরানওয়ালায়। যেখানে একটানা প্রবল বর্ষণের জল জমে নীচু এলাকাগুলি বিশেষ করে জলের নীচে চলে গিয়েছে। ট্রাফিক ব্যবস্থাও ভেঙে পড়েছে।