নয়া দিল্লি: পাকিস্তান-আফগানিস্তান সম্পর্কের ফের অবনতি। পাকিস্তানে ঘটে যাওয়া প্রতিটি দুর্ঘটনার জন্য দেশটিকে দায়ী করার জন্য ইসলামাবাদ এবং পাকিস্তানের সামরিক প্রতিষ্ঠানের সমালোচনা করেছে তালিবান সরকার। প্রতিবেশী দেশটিকে সতর্ক করে বলেছে যে তাদের নেতাদের হুমকির ফলে টিটিপিকে লাগাম টানা কঠিন হয়ে পড়বে। পাকিস্তানি নেতাদের পরামর্শ দিয়ে মুজাহিদ বলেন, কথাবার্তার মাধ্যমে সমাধান খুঁজে বের করা উচিত।
তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এও বলেছেন যে, পাকিস্তানি নেতাদের উস্কানিমূলক বক্তব্য দেওয়া এবং আফগানিস্তানকে দোষারোপ করা থেকে বিরত থাকা উচিত। এর ফলে কেবল দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে এবং এর গুরুতর পরিণতি হতে পারে। একটি সাক্ষাৎকারে তালিবান মুখপাত্র বলেন, পাকিস্তানি সেনাবাহিনী এবং সরকার দাবি করছে যে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আফগানিস্তানে আশ্রয় নিচ্ছে এই খবর সত্যতা যা যাচাই না করেই বলা হচ্ছে, যা গুরুতর অভিযোগ।
জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা অনেকদিন ধরেই শান্তি প্রতিষ্ঠা করতে চাইছি। কিন্তু পাকিস্তান নিজেই এতে আগ্রহী নয়। তালিবানের এই বিবৃতিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রতিক্রিয়া হিসেবেই মনে করছে ওয়াকিবহাল মহল।
শাহবাজ সম্প্রতি বলেছেন যে যদি আফগান তালিবানরা যদি টিটিপিকে সমর্থন অব্যাহত রাখে, তাহলে তারা আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। পাকিস্তান অভিযোগ করে আসছে যে টিটিপি জঙ্গিরা পাক ভূখণ্ডে জঙ্গি হামলা চালাচ্ছে এবং আফগান তালিবানদের কাছ থেকে সমর্থন পাচ্ছে।
এর আগে পাকিস্তানে সশস্ত্র সংগঠন তেহরিক-ই-তালিবানের (TTP) বিরুদ্ধে চলল বড় অভিযান। যে অভিযানে গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর ৩১ জন টিটিপি জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। পাক সেনার মিডিয়া শাখা ইন্টার সার্বিসেজ পাবলিক রিলেশনের (ISPR) তরফে বলা হয়েছে, গত দু’দিনে খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত ও বান্নু জেলায় দুটি পৃথক অভিযান চালানো হয়। সেখানেই সেনার এই সাফল্য।