শুক্ল প্রতিপদ থেকে নবমী, নবরাত্রিতে দেবী দুর্গার নয়টি রূপ । নবরাত্রির প্রথম দিন প্রতিপদ। শুক্রবার নবরাত্রি পুজোর প্রথম দিন। দেবী দুর্গা (Devi Durga) এদিন থেকে নয়টি রূপে পূজিত হবেন। নবরাত্রিতে পূজিতা দেবীর এই নয়টি রূপ হল, শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুশমণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। 

Continues below advertisement

কেমন রূপ শৈলপুত্রীর? 

প্রতিপদে দেবী দুর্গার আরাধনা করা হয় শৈলপুত্রী রূপে। দেবী শৈল, অর্থাৎ হিমালয়ের কন্যা   শৈলপুত্রী।  এই রূপে দেবীর রূপ নয়নাভিরাম। তাঁর ডান হাতে থাকে ত্রিশূল। বাঁ হাতে কমল। এখানে তিনি সিংহবাহিনী নন, আসীন ষাঁড়ের পিঠে।  তিনি শ্বেতবস্ত্র পরিহিতা। শৈলপুত্রীর বাহন নন্দী । মায়ের ডান হাতে একটি ত্রিশূল এবং বাম হাতে একটি পদ্ম রয়েছে। 

Continues below advertisement

 শৈলপুত্রী রূপের বৈশিষ্ট কী কী ?

মা শৈলপুত্রী স্নেহ, মমতা, স্নেহ এবং ধৈর্যের প্রতীক।  পুরাণ নিয়ে চর্চা করেন যাঁরা,তাঁরা বলেন, নবরাত্রির প্রথম দিনে রীতি অনুসারে শৈলপুত্রীর আরাধনা করলে মনের মতো জীবনসঙ্গী মেলে। সাফল্য কামনায় মা শৈলপুত্রীর সাধনা করা হয়। যশ ও মোক্ষ লাভ করা যায় শৈলপুত্রীকে পুজো করলে।

কী নিয়মে করবেন পুজো ? 

নবরাত্রির প্রথম দিনে সকালে ঘুম থেকে উঠে স্নান করে দেবীর ধ্যান করার সময় ঘট স্থাপন করতে হয়। মা শৈলপুত্রীর মূর্তি স্থাপন করে পুজো করতে হয়। কেউ কেউ ছবি রেখেও পুজো করেন।  তারিকা রাক্ষসী বধের কাহিনি জুড়ে রয়েছে এই পুজোর সঙ্গে। পার্বতী বধ করেছিলেন এই রাক্ষসীকে। কন্যার সাহসে মুগ্ধ বাবা গিরিরাজ হিমালয় মেয়ের নাম দেন শৈলপুত্রী।  তারিকা  রাক্ষসীর হাত থেকে দেবী রক্ষা করেছিলেন গরুর পালকে। তাই শৈলপুত্রীকে পুজো করার সঙ্গে সঙ্গে গরুর সেবাও করা হয়।  

দেবী কবচে দেবীর নয় রূপের উল্লেখ পাওয়া যায়। 'প্রথমং শৈলপুত্রী চ দ্বিতীয়ম্ ব্রহ্মচারিণী । তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি কুষ্মাণ্ডেতি চতুর্থকম্ ।। পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠম্ কাত্যায়নীতি চ। সপ্তমং কালরাত্রীতি মহাগৌরীতি চাষ্টমং।। নবমং সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকীর্তিতাঃ'                                

ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।