ইসলামাবাদ: কাশ্মীর নিয়ে আনুষ্ঠানিক ভাবে ভারতকে আলোচনার প্রস্তাব দিল পাকিস্তান। নয়াদিল্লি অবশ্য আগেই জানিয়ে দিয়েছিল, কাশ্মীর নিয়ে আলোচনার প্রশ্নই নেই, কথা হতে পারে শুধু ভারত-পাক সম্পর্কের ‘প্রাসঙ্গিক ও চলতি’ ইস্যুগুলি নিয়েই।  তা সত্ত্বেও আজ ভারতীয় হাইকমিশনার গৌতম বাম্বাওয়ালেকে ডেকে আলোচনার আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানান পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া। তিনি বলেন,  বিদেশসচিব আজ অপরাহ্নে ভারতীয় হাইকমিশনারকে ডেকে পাঠান। ভারত, পাকিস্তান বিরোধের মূলে থাকা কাশ্মীর নিয়ে আলোচনার জন্য ভারতীয় বিদেশসচিবকে পাকিস্তান  সফরে আসার আমন্ত্রণের চিঠিটি তাঁকে দেন।

ঘটনাচক্রে কাশ্মীর নিয়ে দু দেশের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে বাদানুবাদের জেরে। তার মধ্যেই এই আমন্ত্রণপত্র। জাকারিয়ার বিবৃতিতে বলা হয়েছে,  রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবের সঙ্গে সঙ্গতি রেখে জ্ম্মু ও কাশ্মীর বিরোধ মিটিয়ে ফেলতে ভারত ও পাকিস্তান, উভয় দেশের আন্তর্জাতিক দায়বদ্ধতার কথা বলা হয়েছে চিঠিতে।

গত সপ্তাহেই পাক প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ জানান, এ মাসের গোড়ায় হওয়া পাক  রাষ্ট্রদূতদের এক সম্মেলনে ঠিক হয়, ভারতের সঙ্গে আলোচনায় বসবে পাকিস্তান।  তবে তারপর ভারতের সংসদেই কাশ্মীর ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানিয়ে দেন, ইসলামাবাদের সঙ্গে কাশ্মীর নিয়ে কথা বলার কোনও প্রশ্নই নেই, ভারত শুধু পাকিস্তানের জোর করে দখল করে রাখা কাশ্মীরের ভূখণ্ড নিয়ে কথা বলতেই আগ্রহী।