কিংস্টন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্টের তৃতীয় দিন ইতিহাস গড়লেন ভারতের অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। তিনি কিংবদন্তী কপিল দেবকে টপকে এশিয়ার বাইরে টেস্ট ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ভারতীয় পেসার হয়ে গেলেন। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে জাহমার হ্যামিলটনকে আউট করে কপিলের রেকর্ড ভেঙে দেন ইশান্ত। এশিয়ার বাইরে টেস্টে কপিলের উইকেট ১৫৫টি। জন্মদিনের আগে কপিলকে টপকে নয়া নজির গড়লেন ইশান্ত। আজ তাঁর জন্মদিনে ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই।

দেশের মাটিতে টেস্টে উইকেট অবশ্য কপিলের অনেক বেশি। এক্ষেত্রে তাঁর চেয়ে অনেকটাই পিছিয়ে ইশান্ত। তবে ভারতীয় বোলারদের মধ্যে দেশ ও বিদেশ মিলিয়ে সবচেয়ে বেশি উইকেট প্রাক্তন লেগস্পিনার অনিল কুম্বলের। বিদেশে ৫০ ম্যাচে ২০০টি উইকেট নিয়েছেন তিনি। দেশের মাটিতে ৪১৯টি উইকেট নেন এই লেগস্পিনার।