কলকাতা: 'অপারেশন সিঁদুর'-এর পরে পাল্টা প্রত্যাঘাত করার হুমকি দিয়েছিল পাকিস্তান। সোশ্যাল মিডিয়ায় সেই মতো পোস্ট ও করেছিল। তবে কয়েক ঘণ্টা যেতে না যেতেই পিছু হটল পাকিস্তান? এবার সমঝোতার সুর প্রতিরক্ষামন্ত্রীর গলায়? সদ্য পাওয়া খবর অনুযায়ী তেমনটাই শোনা যাচ্ছে। ঠিক কী হয়েছে? জেনে নেওয়া যাক..
ভারতের প্রত্যাঘাত, ভয়ে পিছু হঠল পাকিস্তান
আজ 'অপারেশন সিঁদুর'-এর পরে পাল্টা প্রত্যাঘাতের কথা বলেছিল পাকিস্তান। তবে কিছুক্ষণের হম্বিতম্বির পরেই হঠাৎ ভয়ে পিছু হঠল পাকিস্তান! 'ভারত প্রত্যাঘাত বন্ধ করলে, পাকিস্তান উত্তেজনা প্রশমনে প্রস্তুত', ভারতের প্রত্যাঘাতের পর প্রতিক্রিয়া পাক প্রতিরক্ষামন্ত্রীর। সদ্য পাওয়া খবর অনুযায়ী, এই সাংবাদিক সম্মেলন করে এই বার্তা দিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী। তবে পিছিয়ে নেই ভারতও, কোনও ঢিলেমি দেওয়ার জায়গাই নেই। আর সেনাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভারতের প্রতিরক্ষামন্ত্রী বার্তা দিয়েছেন যে, যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। দেশের মধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই প্রস্তুতি। আজ যেমন রাজ্যে রাজ্যে মক ড্রিল হওয়ার কথা, তেমনই খালি করা হচ্ছে বর্ডারের আশেপাশের অঞ্চলগুলি।
কীভাবে প্রত্যাঘাত?
রাফাল থেকে স্ক্যাল্প মিসাইল ছুড়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করল বায়ুসেনা, খবর সূত্রের। স্টর্ম শ্যাডো বা স্ক্যাল্প মিসাইল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যা নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। ২৫০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত গিয়ে আঘাত হানতে সক্ষম স্ক্যাল্প মিসাইল। মাটির বহু গভীর পর্যন্ত আঘাতের তীব্রতা ছড়িয়ে দিতে সক্ষম স্ক্যাল্প মিসাইল। স্ক্যাল্প মিসাইল এর আগে ব্যবহার করত গ্রেট ব্রিটেন ও ফ্রান্স। এই মিসাইলের ওজন মোটামুটি ১ হাজার ৩০০ কেজি। দূর থেকে আক্রমণ শানিয়ে ধ্বংসের মাত্রা বাড়াতে এই ক্ষেপণাস্ত্র প্রয়োগ করা হয়ে থাকে। প্রত্যাঘাতে ব্যবহার করা হয়েছে হ্যামার স্মার্ট বম্ব। শক্তিশালী বাঙ্কার, কংক্রিটের বহুতল এক মুহূর্তে গুঁড়িয়ে দিতে পারে হ্যামার স্মার্ট বম্ব। ৫০ থেকে ৭০ কিলোমিটার দূরে ছোড়া যায় এই স্মার্ট বম্বকে। ২৫ মিনিটে অপারেশন, রাফালের সঙ্গে ছিল সুখুই।
মধ্যরাতে প্রত্যাঘাত
মধ্যরাতে যখন গোটা দেশবাসী শান্তিতে ঘুমোচ্ছে, তখনই চরম আঘাত হানল ভারত। পহেলগাঁওয়ের প্রত্যাঘাত ভারতের, সিঁদুরের বদলা 'অপারেশন সিঁদুর'। রাতের অন্ধকারে রাফাল গর্জন, পাকিস্তান ও POK-তে জঙ্গি ঘাঁটি ধ্বংস করল ভারত। মধ্যরাতে মাত্র ২৫ মিনিটের অপারেশন, জইশ-লস্কর-হিজবুলের ৯ ঘাঁটি ধ্বংস করল ভারত। ভারতের প্রত্যাঘাত, কান্দাহার-মুম্বই হামলার চক্রী মাসুদের পরিবার নিকেশ মোস্ট ওয়ান্টেড জঙ্গি মাসুদ আজহারের পরিবারের ১৪জন নিহত হয়েছে বলে খবর সূত্রের। গুরুতর আহত মাসুদের ভাই ও মোস্ট ওয়ান্টেড জঙ্গি রউফ আসগর। ভারতের জবাব, জইশ প্রধানের ভাইয়ের ছেলে হুজাইফাও নিহত হয়েছে বলেই জানা যাচ্ছে। ভারতের বদলা, ধুলিসাৎ জইশ, লস্কর, হিজবুল মুজাহিদিনের ট্রেনিং ক্যাম্প। পহেলগাঁও কাণ্ডের ১৫দিনের মাথায় ২৬ জনকে হত্যার কঠোর বদলা। ভারতের প্রত্যাঘাত, পাকিস্তান-পাক অধিকৃত কাশ্মীরে পরপর জঙ্গি ঘাঁটি ধ্বংস করল দেশ।