লাহোর: পাকিস্তানের লাহোরে ভারতে মোস্ট ওয়ান্টেড জঙ্গি হাফিজ সইদের বাড়ির বাইরে শক্তিশালী বিস্ফোরণ। এই ঘটনায় ১৫ জন জখম বলে প্রাথমিকভাবে পাওয়া খবরে জানা গিয়েছে। ইতিমধ্যে পাক সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে। 
২০০৮-এ মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের বাড়ি লাহোরের জোহর টাউন এলাকায়। বিস্ফোরণে আহতদের নিকটবর্তী হাসপাতালগুলি ভর্তি করা হয়েছে। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে আশেপাশে ঘরবাড়িগুলির জানালার কাচ ও দেওয়াল ভেঙে যায়। এই বিস্ফোরণ কারা ঘটালো এবং কী জন্য এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। একইসঙ্গে সূত্র মারফৎ  জানা গেছে, এই হামলার সময় হাফিজ সইদ বাড়িতে ছিল না। লাহোর থেকে পাওয়া খবরে জানা গিয়েছে, বিস্ফোরণ ছিল অত্যন্ত শক্তিশালী। হাফিজ সইদের বাড়িতে হামলার ঘটনা এই প্রথম নয়। এর আগেও হাফিজের ওপর হামলার চেষ্টা হয়েছে। 
জানা গেছে, যেখানে বিস্ফোরণ হয়েছে, সেখানে বেশ কিছু শোরুম, ব্যাঙ্ক ও হাসপাতাল রয়েছে। জানা গেছে, এখানে বিস্ফোরণের আগে ভগবানপুরায় বিস্ফোরণের খবর শোনা গিয়েছিল। পরে জানা যায়, ওই খবর ভুয়ো। এরপর যখন জোহর টাউনে বিস্ফোরণের খবর আসে, তখন পুলিশ সেই খবরকেও প্রথমে ভুয়ো মনে করেছিল। মনে করা হচ্ছে, এভাবে হামলাকারীরা পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। 
পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, একটি বড় গাড়িতে করে বিস্ফোরণের জন্য বিস্ফোরক আনা হয়েছিল। ওই গাড়িতেই বিস্ফোরণ ঘটে। সূত্র উল্লেখ করে পাক সংবাদমাধ্যম জানিয়েছ, সেখানে বিস্ফোরণ ঘটেছে, সেখানে একটি বাড়ির সামনে গাড়িটি রাখা হয়েছিল। যেখানে বিস্ফোরণ হয়েছে, সেখানে চার ফুট গভীর গর্ত হয়ে গিয়েছে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির কাজ সঙ্গে সঙ্গে শুরু হয়। সরকারের সমস্ত সংস্থাগুলি এলাকায় গিয়েছে এবং পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। 
হাফিজ সইদের বাড়ির বাইরে বিস্ফোরণে গ্যাস পাইপ লাইন থেকেও বিস্ফোরণের একটি তত্ত্ব সূত্র মারফৎ জানা গিয়েছে। সূত্রের খবর, যে জায়গায় এই বিস্ফোরণ হয়েছে, সেখান থেকে হাফিজের বাড়ির দূরত্ব এক কিলোমিটার। জানা গেছে, একটি গ্যাস পাইপ লাইন এই এলাকা দিয়েই গিয়েছে। এই পাইপ লাইনে গ্যাস লিক করে বিস্ফোরণ হয়েছে বলে ওই সূত্রে বলা হয়েছে। গ্যাস পাইপ লাইন কোম্পানির কর্তাদেরও তদন্তের জন্য ডাকা হয়েছে বলে খবর। তদন্তকারী সংস্থাগুলি এখন দেখছে, দুর্ঘটনাবশতই এই বিস্ফোরণ, নাকি পরিকল্পনা করে তা ঘটানো হয়েছে।