মুম্বই: অথৈ আরব সাগর (arabian sea)। তার মাঝে ডুবছে (sinking) ভেসেল (vessel)। নিশ্চিত মৃত্যুর হাতছানি। আর বোধহয় ফেরা হল না...কিন্তু না। শেষ মুহূর্তে যেন কোথা থেকে এসে প্রাণ বাঁচালেন ওঁরা। আজ্ঞে হ্যাঁ। এভাবেই ভারতীয় (indian) ভেসেলের ৯ জন কর্মীর (crew) প্রাণ বাঁচাল পাক-নৌসেনা (Pakistan Navy)।
কী হয়েছিল?
সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, গত ৯ আগস্ট বালোচিস্তানের গোয়াদর বন্দরের কাছে ঘটনাটি ঘটে। ভারতীয় ভেসেল 'যমনা সাগর' তখন তলিয়ে যাচ্ছে। হুড়মুড়িয়ে জল ঢুকছে ভেসেলে। চোখের সামনে মৃত্য়ু দেখতে পাচ্ছেন ভেসেলের ৯ ভারতীয় কর্মী। কিন্তু সময় থাকতেই ভেসেলটির ডিস্ট্রেস কল বা আপৎকালীন বার্তা পেয়ে গিয়েছিল পাক নৌসেনা। তড়িঘড়ি সাড়া দেয় তারা। কাছেই দাঁড়িয়ে ছিল 'MT KRUIBEKE ' নামে একটি বাণিজ্যিক জাহাজ। তাকেই বলা হয়, দ্রুত ডুবন্ত ভেসেলকে সাহায্য করতে। পরে পাক নৌসেনার ডিরেক্টর জেনারেল অফ পাবলিক রিলেশন বিবৃতি দিয়ে জানায়, 'ওই বাণিজ্যিক জাহাজই ৯ জনকে উদ্ধার করে। তার পর দুবাইয়ে নিজের গন্তব্যে রওনা দেয়। তবে মাঝপথে ৯ জনকে নামিয়ে দেয়। যদিও তার আগেই নৌসেনার তরফে একটি বিশেষ যান ও দুটি হেলিকপ্টার ওই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল। তারাই ভেসেল থেকে এক জনের দেহ উদ্ধার করে। ভেসেলটি যখন ডুবছিল, তখন বেশ কিছুক্ষণ খোঁজ মেলেনি ওই ব্যক্তির। তার পরই তাঁর মৃত্যুর খবর জানা যায়। দেহটি পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি বা PMSA-র হাতে তুলে দেওয়া হয়েছে।
কেন দুর্ঘটনা?
হঠাৎ কেন এমন ঘটল, সেটা অবশ্য এখনও স্পষ্ট নয়। পাক আবহাওয়া দফতরের দাবি, যে সময়ে ভেসেলডুবি হয়েছে সে সময় আবহাওয়া ভাল ছিল। সাগরের ঢেউ-ও অস্বাভাবিক ছিল না। এমন অবস্থায় কেন ঘটনাটি ঘটল তা জানতে তদন্ত প্রয়োজন। একমাত্র ভেসেলের কর্মীদের জিজ্ঞাসাবাদ করলেই বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করছেন তাঁরা।
ভারতীয় জলসীমায় পাক যুদ্ধজাহাজ...
হালেই গুজরাত উপকূল লাগোয়া ভারতীয় জলসীমায় পাক যুদ্ধজাহাজের ঢুকে পড়া নিয়ে কিছুটা হইচই হয়েছিল। ভারতীয় উপকূলরক্ষীবাহিনীর নজরদার এয়ারক্রাফট ডর্নিয়ারের নজরে আসতেই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গোচরে আনা হয়। সঙ্গে সঙ্গে তা তৎপরতা বাড়ে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীরও। পাক যুদ্ধজাহাজ 'আলমগীর'-কে ফিরে যেতে বলা হয়। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর দ্রুত তৎপরতায় নিজেদের জলসীমায় ফিরেও যায় তারা।
তার পর ভেসেলডুবির ঘটনায় পাক নৌসেনার এই সাহায্যের হাত।
আরও পড়ুন:'ঝুঁকি' নিতে নারাজ, পুলিশের কনভয়ের পিছু নিল চুঁচুড়ার গুলিবিদ্ধ দুষ্কৃতীর সাগরেদরা