নয়া দিল্লি: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের গলায় হঠাৎই শোনা গেল ভারতকে নিয়ে প্রশংসার সুর। একটি ভিডিওতে পাক প্রধানমন্ত্রী বলেন, "ম্যায় আজ হিন্দুস্তান কো দাদ দেতা হুন" (আজ, আমি ভারতকে স্যালুট জানাই)। ভারতের বিদেশ নীতি সবসময়ই একটি স্বাধীন চিন্তা রেখেছে।" শুধু তাই নয়, এটি জনগণের উন্নতির জন্য। পাকিস্তানের জাতীয় পরিষদে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার সময় ইমরান খানের এই বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।               


ওই ভিডিওতে ইমরান খানকে বলতে শোনা যায়, "ভারত কোয়াড অ্যালায়েন্সের সদস্য, মার্কিন যুক্তরাষ্ট্র তার অন্যতম সদস্য। কিন্তু ভারত এখনও নিজেকে নিরপেক্ষ বলে দাবি করে। নিষেধাজ্ঞার মুখে থাকা রাশিয়া থেকে তেল আমদানি করছে ভারত। এর কারণ হল ভারতের বিদেশ নীতি। এই নীতি সে দেশের জনগণের জন্যই।"                        






একটি জনসভায় তার ভাষণে ইমরান খান তার সমর্থকদের বলেছিলেন যে তাঁর বিদেশ নীতিও পাকিস্তানের জনগণের পক্ষে হবে। তবে অনাস্থা ভোটের আগে জনসমর্থন সংগ্রহের সেই ভাষণে ইমরান এও বলেন, "আমি কারও সামনে মাথা নত করিনি, আমার জাতিকেও মাথা নত করতে দেব না।" 


রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে ইমরান বলেন, ইউরোপীয় ইউনিয়নের পাক সমর্থনের আবেদন নাকচ করা হয়েছে। কারণ পাকিস্তান তাঁদের সম্পদ হারাতে চায় না। পাক প্রধানমন্ত্রী বলেন, "আমরা আফগানিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধের অংশ হয়েছি এবং ৮০ হাজার মানুষ এবং ১০০ বিলিয়ন মার্কিন ডলার হারিয়েছি।"