লাহৌর: আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী বছর জানুয়ারি মাসে সরকারি ভাবে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন তিনি। তার আগে এখন থেকেই যদিও অন্য দেশের রাষ্ট্রনেতারা তাঁকে অভিনন্দন জানাতে শুরু করেছেন। কিন্তু ট্রাম্পকে অভিনন্দন জানাতে গিয়ে বিপাকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বিদ্রুপ, কটাক্ষের মুখে পড়লেন। (Shehbaz Sharif)
মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার)-এ ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বার্তা পোস্ট করেন শেহবাজ। কিন্তু পাকিস্তানে X নিষিদ্ধ করেছে তাঁরই সরকার। ফলে তিনি যে VPN ব্যবহার করে ওই বার্তা পোস্ট করেছেন, তা প্রকাশ হয়ে গিয়েছে। আইনত, পাকিস্তানে নিষিদ্ধ ওয়েবসাইট খুলতে VPN ব্যবহার করা বেআইনি কাজ হিসেবে ধরা হয়। ফলে প্রধানমন্ত্রী খোদ বেআইনি কাজ করছেন কেন, প্রশ্ন তুলছেন দেশের নাগরিকরাই। (Pakistan News)
শেহবাজ সরকারই পাকিস্তানে X নিষিদ্ধ করে। যদিও VPN ব্যবহার করে মাইক্রোব্লগিম সাইটে লেখা পোস্ট করেন। ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে শেহবাজ লেখাটি পোস্ট করার পরই একটি কমিউনিটি নোট ফুটে ওঠে লেখার নীচে, যাতে বলা হয়, VPN ব্যবহার করে পোস্টটি করেছেন শেহবাজ। বিষয়টি চোখে পড়তেই নেট দুনিয়া ভরে যায় কটাক্ষ, বিদ্রুপে।
চলতি বছরের গোড়াতেই পাকিস্তানে নিষিদ্ধ হয় X. শেহবাজ সরকারের মন্ত্রী আতাউল্লা তরার জানান, জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে মাইক্রোব্লগিং সাইটটিকে নিষিদ্ধ করছেন তাঁরা। আতাউল্লা দাবি করেন, বালুচিস্তান লিবারেশন আর্মির জঙ্গিরা X-এর মাধ্যমে নাশকতা ছড়াচ্ছে, দেশ-বিরোধী কাজকর্মে উস্কানি জোগাচ্ছে। সেই নিষেধাজ্ঞা না তুলেই শুক্রবার ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে লেখা পোস্ট করেন শেহবাজ।
শেহবাজের ওই পোস্ট চোখে পড়া মাত্রই কটাক্ষ উড়ে আসতে শুরু করে। একজন লেখেন, 'বস, আপনি কোন VPN ব্যবহার করছেন'? অন্য আর এক জন লেখেন, 'দ্বিচারিতা যদি চেহারা থাকত, শেহবাজ শরিফের সঙ্গে মিলে যেত'। একজন সরাসরি X-এর মালিক ইলন মাস্ককে ট্যাগ করে লেখেন, 'মিস্টার ট্রাম্প, VPN ব্যবহার করে আপনাকে অভিনন্দন জানাচ্ছে। আর ইলন মাস্ক, আপনাকে স্মরণ করিয়ে দিই, আপনার সাইট কিন্তু পাকিস্তানে নিষিদ্ধ'! এ নিয়ে এখনও পর্যন্ত কোনও সাফাই দেয়নি পাক সরকার।