নয়াদিল্লি: ভারত-পাকিস্তান সীমান্তে ওপার থেকে হঠকারী হামলা অব্যাহত। তবে পাকিস্তানের জঙ্গি ঢুকিয়ে দেওয়া বা নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় ঘাঁটির ওপর বিশেষ বাহিনী বর্ডার অ্যাকশন টিমের (ব্যাট) হামলার চেষ্টা রুখতে ভারতীয় সেনাবাহিনী সদাসতর্ক রয়েছে।
শনিবার সকালেই নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর একটি কোয়াডকপ্টারকে গুলি করে নামিয়ে ফেলে দেয় ভারতীয় সেনাবাহিনী। জনৈক শীর্ষ সেনা অফিসার সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের কেরান সেক্টরে এলওসি-তে এ ঘটনা ঘটেছে। পাক কোয়াডকপ্টারটি নিজের এলাকা ছেড়ে বেরিয়ে এলওসি-তে উড়ছিল। পাল্টা করে গুলি করে সেটি ফেলে দেয় ভারতীয় সেনাবাহিনী। পাক কোয়াডকপ্টারটি চিনা কোম্পানি ডিজেআই ম্য়াভিক ২ প্রো মডেলের তৈরি।
সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবনে সম্প্রতি সাবধানবাণী দিয়েছেন, পাকিস্তান ভারতীয় ভূখণ্ডে সন্ত্রাসবাদীদের ঢুকিয়ে দেওয়ার নোংরা কৌশল চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু সীমান্তে নিযুক্ত ভারতীয় সেনাবাহিনী এমন প্রয়াস ব্যর্থ করে দিচ্ছে। সীমান্তে শীতে বরফপাত শুরু হলে ভারতে অনুপ্রবেশের সম্ভাব্য সব রাস্তা বন্ধ হয়ে যাবে। তার আগেই সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশে যাবতীয় মদত দিচ্ছে ইসলামাবাদ।
কাশ্মীরের কেরান সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনার গুলিতে ধ্বংস পাকিস্তানি কোয়াডকপ্টার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Oct 2020 07:40 PM (IST)
সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবনে সম্প্রতি সাবধানবাণী দিয়েছেন, পাকিস্তান ভারতীয় ভূখণ্ডে সন্ত্রাসবাদীদের ঢুকিয়ে দেওয়ার নোংরা কৌশল চালিয়ে যাওয়ার চেষ্টা করছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -