নয়াদিল্লি: লাগাতার অশান্তির মধ্যেই পাকিস্তানে বিচ্ছিন্নতাকামীদের হাতে ছিনতাই হল আস্ত ট্রেন। ৫০০ যাত্রী সমেত ট্রেনটিকে হাইজ্যাক করা হয়, পণবন্দি করা হয়েছে ১৮২ জনকে। দুপুরে এই ঘটনা ঘটলেও, এখনও পর্যন্ত ট্রেনের যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়নি। বরং পাক সেনার ২০ জন সৈনিক মারা গিয়েছেন বলে খবর। উড়ন্ত ড্রোনকেও গুলি করে নামানো হয়েছে বলে জানা যাচ্ছে। পণবন্দি যাত্রীদের কী হবে, তা নিয়ে আতঙ্ক নেমে এসেছে। পাকিস্তান সরকার যদিও বিশদ তথ্য খোলসা করেনি এখনও পর্যন্ত। (Balochistan Train Hijack)
বালুচিস্তানের বোলান জেলায় Jaffar Express হাইজ্যাক করে পাকিস্তানের বিচ্ছিন্নতাকামী সংগঠন Baloch Liberation Army (BLA). পাকিস্তান সরকার যদি ওই সংগঠনকে জঙ্গি সংগঠন হিসেবেই গণ্য করে। পৃথক বালুচিস্তানের দাবিতে কয়েক দশক ধরে লড়াই করছে ওই সমগঠন। প্রাকৃতিক গ্যাস, খনিজে সমৃদ্ধ বালুচিস্তানে সেখানকার নাগরিকরা যাতে লাভবান হন, তাঁদের যাতে বঞ্চিত না হতে হয়, সেই দাবিতেই সশস্ত্র সংগ্রাম বলে দাবি। তবে এই প্রথম এত বড় ঘটনা ঘটাল BLA. এদিন তারা ৫০০ যাত্রীসমেত ট্রেনটিকে ছিনতাই করে বলে জানা গিয়েছে। এলোপাথাড়ি গুলি চালিয়ে চালককে বাধ্য করা হয় ট্রেন থামাতে। গোলা-গুলি চলার ভিডিও-ও সামনে এসেছে। (Pakistan Train Hijack)
ট্রেনটি কোয়েট্টা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ার যাচ্ছিল। সেই সময়ই ট্রেনটি হাইজ্যাক করা হয়। পণবন্দিদের মধ্যে মূলত পাকিস্তান সেনা, পুলিশ, গুপ্তচর সংস্থার সক্রিয় কর্মীরা রয়েছেন বলে জানা যাচ্ছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, একটি সুড়ঙ্গের কাছে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পাহাড়ি এলাকায় শোনা গিয়েছে গোলাগুলি বিনিময়ের শব্দও। জঙ্গিদের গুলিতে পাক সেনার ২০ জন সৈনিকের মৃত্যু হয়েছে বলে খবর। সেই সঙ্গে সেনার তরফে ওড়ানো একটি ড্রোনও নামানো হয়েছে গুলি করে।
BLA জানিয়েছে, ১৮২ জনকে পণবন্দি করেছে তারা। পাকিস্তান সেনার সক্রিয় কর্মী, নিরাপত্তাবাহিনী,পুলিশবাহিনী, গুপ্তচর সংস্থা ISI-এর সক্রিয় কর্মীরা রয়েছেন পণবন্দিদের মধ্যে। ছুটিতে তাঁরা বাড়ি যাচ্ছিলেন বলে জানানো হয়েছে বিবৃতিতে। সংগঠনের তরফে টেলিগ্রামে বিবৃতি দিয়ে বলা হয়, 'সাধারণ যাত্রী, বিশেষ করে মহিলা, শিশু, বয়স্ক এবং বালুচিস্তানের নাগরিকদের ছেড়ে দেওয়া হয়েছে। নিরাপদে ট্রেন থেকে বের করে দেওয়া হয় তাঁদের'।
BLA জানিয়েছে, ট্রেনটিকে লাইনচ্যুত করে সেটির নিয়ন্ত্রণ হাতে নেয় তারা। তাদের সংগঠনের ফিদায়েঁ গোষ্ঠী Majeed Brigade এই অভিযানে নেতৃত্ব দিচ্ছে. যারা মূলত আত্মঘাতী হামলা চালায়। সহযোগিতা করছে Fateh স্কোয়াড Zirab. সেনা পাঠালে সকলকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে তারা। পাকিস্তান সরকারের তরফে এখনও বিশদ তথ্য খোলসা করা হয়নি। কিন্তু স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পাহাড়ি এলাকায় সেনা পাঠাতে সমস্যা হচ্ছে। রেলের তরফে বাড়তি ট্রেন পাঠানো হয়েছে যদিও। হাসপাতালগুলিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কিন্তু সরকার বা সেনার তরফে কিছু জানানো হয়নি।