নয়াদিল্লি: রাষ্ট্রসংঘে ফের পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়াল ভারত। প্রজাতন্ত্র দিবসে জম্মু ও কাশ্মীর নিয়ে নিজেদের অবস্থা স্পষ্ট করেছে ভারত। বুধবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের পার্মানেন্ট মিশনের কাউন্সিলর আর মধুসূদন বলেন যে জম্মু ও কাশ্মীর ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তানকে অনুরোধ করা হচ্ছে, যে এলাকাগুলি বেআইনিভাবে দখল করেছে সেগুলি খালি করতে।
আর মধুসূদন বলেন, "পুরো জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। পাকিস্তান প্রতিনিধি যা বিশ্বাস করুক না কেন... আমরা পাকিস্তানকে অবিলম্বে তার অবৈধ দখলের অধীনে থাকা সমস্ত এলাকা খালি করার জন্য আহ্বান জানাই।"
পাকিস্তানের প্রতিনিধি মুনির আকরামের তোলা অভিযোগের জবাব দেন তিনি। ভারতের প্রতিনিধি দাবি করেছিলেন যে ভারত পাকিস্তানে সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা করছে। ভারতের প্রতিনিধি মধুসূদন এও বলেন, পাকিস্তান আন্তর্জাতিকভাবে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসাবে স্বীকৃত হয়েছে। পাকিস্তানকে বিশ্বব্যাপী কিছু ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার উত্স হিসাবে চিহ্নিত করা হয়েছে। গোটা বিশ্বে স্বীকৃত যে পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দিয়ে থাকে। বহু ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন প্রান্তের জঙ্গি হামলার সূত্র খুঁজে পাওয়া যায় পাকিস্তানেই।