মুম্বই: ভারতের স্থিতিশীলতা নষ্ট করতে সন্ত্রাসবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এক প্রতিবেশী রাষ্ট্র। নাম না করে এভাবেই পাকিস্তানকে আক্রমণ করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তবে, একইসঙ্গে তিনি মনে করিয়ে দেন, ২৬/১১-র মতো ঘটনা ভবিষ্যতে ঘটবে না।
আরবসাগরে ভাসমান ভারতীয় নৌসেনার বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রমাদিত্য’ পরিদর্শনে গিয়েছিলেন রাজনাথ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনাথ বলেন, ভারতীয় উপকূলবর্তী অঞ্চলে সন্ত্রাস হামলার আশঙ্কা রয়ে গিয়েছে। এক প্রতিবেশী রাষ্ট্র ভারতের স্থিতিশীলতা নষ্ট করতে বিভিন্ন অসাধু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।





তিনি যোগ করেন, আমরা ২৬/১১-র ঘটনা ভুলতে পারি না। সেখানে কিছু খামতি ছিল। তবে, এর পুনরাবৃত্তি হবে না। কারণ, নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনী সদা সতর্ক রয়েছে। উপকূলে সন্ত্রাস হামলার আশঙ্কা সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হলে, রাজনাথ বলেন, দেশের যে কোনও দেশের উচিত নিরাপত্তার ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হওয়া। হামলার কোনও সম্ভাবনাকেই উপেক্ষা করা যায় না।





সাবমেরিন, ফ্রিগেট ও বিমানবাহী রণতরীর একসঙ্গে করা বিভিন্ন নৌ-মহড়া চাক্ষুষ করেন রাজনাথ। তিনি বলেন, ভারতীয় নৌসেনা এখন অনেক শক্তিশালী। সমুদ্রে তারা প্রভাব বিস্তার করেছে। নৌসেনার উপস্থিতির ফলে, উপকূল অনেক বেশি সুরক্ষিত। এটা নিয়ে কোনও সন্দেহ নেই। ২৬/১১-র প্রসঙ্গে রাজনাথ বলেন, একটা ভুল হয়েছিল। একবার হয়েছিল। তার পুনরাবৃত্তি হবে না। তাই নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনী সদা সতর্ক রয়েছে।
সম্প্রতি, সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, বালাকোট ফের সক্রিয় হয়ে উঠেছে। ভারতে অনুপ্রবেশ করার অপেক্ষায় রয়েছে কয়েক’শ পাক জঙ্গি। এদিন রাজনাথ বলেন, জঙ্গিরা ঢুকলে কী হবে তা সকলেই জানে। এটা কারও অজানা নয়। পরিণতি যেমন জঙ্গিরা জানে, তেমন জানে গোটা বিশ্ব।