ইসলামাবাদ : রাষ্ট্রপোষিত সন্ত্রাস চালালে বিশ্ব মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলা হবে। এই বলে আগের দিনেই হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এবার পাল্টা হুঙ্কার পাকিস্তানের দিক থেকে। রবিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ বলেন, ভারত "তাদের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে যাবে।" প্রথমে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং পরে ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান পাকিস্তানকে সতর্ক করে দেন। তারপরেই আসিফের এই মন্তব্য। ভারতের কড়া বিবৃতিকে আসিফ "উস্কানিমূলক বিবৃতি" বলেছেন। তিনি দাবি করেন যে, ভারতীয় সামরিক ও রাজনৈতিক নেতাদের এই ধরনের বক্তব্য তাঁদের হারানো বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের একটি "ব্যর্থ প্রচেষ্টা" এবং মে মাসে অপারেশন সিঁদুরের পর চাপে আছেন। আসিফের কথায়, "ভারতীয় সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য তাঁদের কলঙ্কিত খ্যাতি পুনরুদ্ধারের একটি ব্যর্থ প্রচেষ্টা। ০-৬ স্কোরের এত চূড়ান্ত পরাজয়ের পর, যদি তারা আবার চেষ্টা করে, তাহলে উপরওয়ালার ইচ্ছায় ফলাফল আগের চেয়ে অনেক ভাল হবে।" আসিফ ০-৬ স্কোর বলতে কী বোঝাতে চেয়েছেন তা বিস্তারিতভাবে বলেননি। তবে এটি অপ্রমাণিত সেই দাবির দিকে ইঙ্গিত করা হচ্ছে যেখানে বলা হয়েছে, পাকিস্তান নাকি অপারেশন সিঁদুরের সময় ছয়টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে মাটিতে নামিয়েছে। যদিও ইসলামাবাদ তাদের দাবির সমর্থনে কোনও প্রমাণ দিতে পারেনি।

Continues below advertisement

'সন্ত্রাসবাদকে সমর্থন করা বন্ধ করুন, নাহলে ভৌগলিক অস্তিত্বই হারিয়ে ফেলবেন।' দিনকয়েক আগে পাকিস্তানকে স্পষ্ট ভাষায় সতর্ক করে দেয় ভারত। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কথায়, 'পাকিস্তান যদি মানচিত্রে তাদের জায়গা ধরে রাখতে চায়, তাহলে রাষ্ট্রপোষিত সন্ত্রাসবাদ তাদের থামাতে হবে।' রাজস্থানের অনুপগড়ে সেনাঘাঁটিতে বক্তব্য রাখছিলেন সেনাপ্রধান। সেখানে তিনি পরিষ্কার বলেন, 'ভারতীয় বাহিনী এবার কোনও সংযম দেখাবে না।' অর্থাৎ, ইসলামাবাদ যদি সন্ত্রাস রফতানি বন্ধ না করে, তাহলে 'অপারেশন সিঁদুর'-এর দ্বিতীয় সংস্করণ খুব বেশি দূরে থাকবে না বলে ইঙ্গিত দেন তিনি। সেনাপ্রধানের কথায়, "এবার আমরা অপারেশন সিঁদুর ১.০-তে যে সংযম বজায় রেখেছিলাম তা আর বজায় রাখব না। এবার আমরা এমন কিছু করব যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে যে তারা ভূগোলে তার স্থান ধরে রাখতে চায় কিনা। পাকিস্তান যদি ভূগোলে তার স্থান ধরে রাখতে চায়, তাহলে তাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।" তিনি জওয়ানদের প্রস্তুত থাকতে বলেন। "ঈশ্বরের ইচ্ছা হলে, আপনারা শীঘ্রই একটা সুযোগ পাবেন। শুভকামনা রইল," এমনও বলেন সেনাবাহিনী। 

তার আগে পাকিস্তানকে চরম সতর্কবার্তা দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। Sir খাত এলাকার কাছে সামরিক পরিকাঠামো তৈরি করছে পাকিস্তান। এর পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষামন্ত্রী প্রতিবেশী রাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেন, কোনও দুঃসাহসিক কাজ করতে গেলে এমন জবাব দেওয়া হবে যে "ইতিহাস-ভূগোল দুই-ই বদলে যাবে।" শস্ত্রপুজো উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানেই তিনি অভিযোগ করেন, পাকিস্তান ইচ্ছাকৃতভাবে Sir ক্রিক এলাকায় দীর্ঘস্থায়ী সীমান্ত বিরোধকে উস্কাচ্ছে। 

Continues below advertisement