নয়া দিল্লি: সোমবার দিল্লির লক্ষ্মী নগর থেকে গ্রেফতার হওয়া পাকিস্তানি জঙ্গিকে দিল্লির পাতিয়ালা আদালত ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। দিল্লি পুলিশের বিশেষ সেল সন্দেহভাজন এক পাকিস্তানি জঙ্গিকে গ্রেফতার করেছে, যিনি রাজধানীতে উৎসবের মরসুমে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিলেন।


দিল্লি পুলিশ সূত্রে দাবি, লক্ষ্মীনগর এলাকা থেকে ওই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ভুয়ো নথি দিয়ে সে ওই এলাকায় গত ১৫ বছর ধরে বসবাস করছিল।  তার কাজ ছিল, এদেশে আসা জঙ্গিদের অর্থ, অস্ত্র, আস্তানার জোগান দেওয়া।  পুলিশ সূত্রে দাবি, ধৃত জঙ্গি স্লিপার সেলের মাথা। নাশকতার উদ্দেশ্যেই সে ঘাঁটি গেড়ে ছিল। পাওয়া গিয়েছে একে ৪৭, হ্যান্ড গ্রেনেড, বেশ কয়েক রাউন্ড গুলি প্রভৃতি।   উত্‍সবের সময় জঙ্গি কার্যকলাপের আশঙ্কায় জারি হয়েছে বিশেষ সতর্কতা।  বিভিন্ন এলাকায় চলছে তল্লাশি অভিযান।  



পাকিস্তানি নাগরিক, যিনি জাল নথির মাধ্যমে ভুয়া ভারতীয় পরিচয়পত্র পেয়েছিলেন, তাকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা মহম্মদ আশরাফ ওরফে আলী হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডিসিপি স্পেশাল সেল প্রমোদ কুশওয়াহার মতে, মহম্মদ আসরাফ ভারতীয় পরিচয় ব্যবহার করে এক দশকেরও বেশি সময় ধরে ভারতে রয়েছেন। অভিযুক্ত পাক নাগরিক ভারতীয় নাগরিক হিসেবে বাস করছিলেন আলী আহমেদ নূরী নামে, যিনি রাজধানীর শাস্ত্রী নগরের বাসিন্দা।




ডিসিপির কথায়, "অভিযুক্ত বেশ কয়েকটি জাল আইডি তৈরি করেছিলেন, এর মধ্যে একটি ছিল আহমদ নূরীর নামে। তিনি একটি ভারতীয় পাসপোর্টও বানিয়েছিলেন, থাইল্যান্ড এবং সৌদি আরব ভ্রমণ করেছিলেন। তিনি নথিপত্রের জন্য গাজিয়াবাদে একজন ভারতীয় মহিলাকে বিয়ে করেছিলেন; বিহারে ভারতীয় আইডি নিয়েছিলেন।" 



তার গ্রেফতারের সময়, পুলিশ একটি একে ৪৭ রাইফেল সহ বেশ কয়েকটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। তার কাছ থেকে কয়েক রাউন্ড দুটি ম্যাগাজিন, একটি হ্যান্ড গ্রেনেড এবং ৫০ রাউন্ড কার্তুজসহ দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। সন্দেহভাজনকে ইউএপিএ আইন, বিস্ফোরক আইন এবং অস্ত্র আইনের প্রাসঙ্গিক ধারায় গ্রেফতার করা হয়েছে।