প্রসেনজিত, ত্রিপুরা :  ভোটের আগের দিন ত্রিপুরায় আটক এক পাকিস্তানী যুবক ! পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বেশ কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে বলে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। বৃহস্পতিবার ত্রিপুরার সাব্রুম থানার পুলিশ আটক করে আয়ান আলম ওরফে আল আমিন নামের এক পঁচিশ বছরের যুবককে।


জেরায় আয়ান জানান, তাঁর জন্ম পাকিস্তানে। বাবার বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিকের মায়াপুরে।  প্রায় ২৫ থেকে ৩০ বছর আগে ভারতের পার করে অবৈধভাবে পাকিস্তানে চলে যান তাঁর বাবা - মা। পাকিস্তানের করাচিতে জন্ম হয় আয়ানের। পুনরায় অবৈধভাবে ২০১১ সালে আয়ানকে নিয়ে তাঁর বাবা চলে আসেন বাংলাদেশে। কিন্তু তাঁর মা ও আরও চার ভাই এবং চার বোন থেকে যান পাকিস্তানে। কিছুদিন বাংলাদেশে থাকার পর পুনরায় বন্ধু-বান্ধবসহ আয়ান বাঁকা পথে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এবং দক্ষিণ ভারতের কেরলে গিয়ে অবৈধভাবে ভারতীয় পরিচয় পত্র জোগাড় করে। তারপর তা দেখিয়ে সেখানে কাজ করতে থাকেন। এরপর চলে আসেন দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনিতে।  দীর্ঘদিন দিল্লিতে থাকার পর চলতি বছরের ২০ ফেব্রুয়ারি আয়ান কাশ্মীর চলে যান। উদ্দেশ্য ছিল যেভাবেই হোক, পাকিস্তানে যাওয়া।  কিন্তু চেষ্টা করেও লাভ হয়নি। 


বার বার ব্যর্থ হয়ে তাঁকে ফিরে আসতে হয় পুনরায় দিল্লিতে। দিল্লি স্টেশনে নামতেই ১৫ মার্চ দিল্লি স্পেশাল ব্রাঞ্চ স্টেশনেই আটক করে আয়ানকে। এক মাস টানা জেরার পর ১৫ ই এপ্রিল তাঁকে নাকি ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেন আয়ান। বলা হয়, বাংলাদেশের ফিরে যেতে। সাব্রুম থানার পুলিশ সূত্রে খবর, তাঁর কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল, ভারতীয় আধার কার্ড সহ বিভিন্ন কাগজপত্র। সাব্রুম মহকুমা পুলিশ প্রশাসক নিত্যানন্দ সরকার জানান, তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রজু করা হয়েছে।                  


আরও পড়ুন :                                 


কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন হিটস্ট্রোক ? ব্রেন স্ট্রোকের সঙ্গে এর ফারাক কোথায় ? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।