নয়াদিল্লি: মহারাষ্ট্রের পালঘরে গত ১৬ এপ্রিলের গণপিটুনিতে ২ সাধুসমেত তিনজনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না করা হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিল অখিল ভারতীয় আখাড়া পরিষদ। সেদিন দুই সাধুর পাশাপাশি তাঁদের গাড়িচালকও গণপিটুনির বলি হন।
আখাড়া পরিষদের তরফে মহন্ত নরেন্দ্র গিরি জানান, এ ঘটনায় দোষীরা কড়া শাস্তি না পেলে চলতি লকডাউন উঠে যাওয়ার পর লাখ লাখ নাগা সাধু ও বিভিন্ন আখাড়ার সদস্যরা মহারাষ্ট্রের দিকে মার্চ করবেন। সাধুসন্তদের রক্ষা করতে ব্যর্থ মহারাষ্ট্র পুলিশের পদস্থ কর্তারা, এই অভিযোগ তুলে তাঁদের অপসারণ, গ্রেফতারিও দাবি করেন তিনি, মহারাষ্ট্রে রাবণের রাজত্ব কায়েম রয়েছে, যেখানে পুলিশের সামনেই সাধু নিধন চলছে বলেও অভিযোগ করেন।
মহন্ত গিরি বলেন, পালঘরের যে এলাকায় সাধুদের পিটিয়ে মারা হল, সেখানটা পুরো সিল করে অপরাধীদের গ্রেফতার করা উচিত। লকডাউন পর্ব মিটলেই পরিষদ হরিদ্বারে বৈঠকে বসবে আন্দোলনের রূপরেখা স্থির করতে, জানান তিনি। জুনা আখাড়ার প্রধান মহন্ত হরি গিরিও নিজের ডেরার সন্তদের নির্মম হত্যার তীব্র নিন্দা করে বলেন, কোনও শব্দই অসন্তোষ জানাতে যথেষ্ট নয়। ঘটনাস্থলের ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে, পুলিশ নির্দোষ সাধুদের জীবন বাঁচাতে পারেনি। অন্যান্য আখাড়ার প্রধানরাও ঘটনার কঠোর নিন্দা, প্রতিবাদ করেছেন।
১৬ এপ্রিল রাতে দুই সাধু, মহারাড কল্পবৃক্ষ গিরি, মহারাজ সুশীল গিরি ও তাঁদের গাড়িচালক নিলেশ তেলগড়েকে পালঘর জেলার এক গ্রামে গাড়ি থেকে টেনে বের করে পিটিয়ে মেরে ফেলা হয় চোর সন্দেহে। সারা দেশে এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া হয়েছে।