নয়াদিল্লি: কার্ডিওভাসকুলার অপারেশন প্রক্রিয়া চালানো হয়েছে, তারপর উত্তর কোরিয়ার দোর্দন্ডপ্রতাপ কমিউনিস্ট নেতা কিম জং উনের শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়েছে, তিনি বিরাট ঝুঁকি, বিপদের সম্মুখীন বলে শোনা যাচ্ছিল। যদিও দক্ষিণ কোরিয়া সরকারের দুটি সূত্রে এখবর উড়িয়ে বলা হচ্ছে, কিমের জীবন সঙ্কটাপন্ন নয়, তিনি মারাত্মক অসুস্থ নন। তাঁর চিকিত্সা চলছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবন ব্লু হাউস জানিয়েছে, উত্তর কোরিয়া থেকে অস্বাভাবিক পরিস্থিতির কোনও ইঙ্গিত বা সংকেত আসেনি। দক্ষিণ কোরিয়ার একটি ওয়েবসাইট ডেইলি এনকে উত্তরের একটি অসমর্থিত সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, দেশের পূর্ব উপকূলের হায়ানগানের মাউন্ট কুমগাঙের রিসর্টের এক ভিলায় বিশ্রাম নিচ্ছেন কিম। ১২ এপ্রিল হাসপাতালে কার্ডিওভাসকুলার অপারেশন হয় তাঁর।
মার্কিন চ্যানেল সিএনএন কিম ভয়াবহ সঙ্কটে রয়েছেন বলে জানালেও আমেরিকা প্রশাসনের উত্তর কোরিয়া সংক্রান্ত অভ্যন্তরীণ মহলের পরিচিত একটি সূত্র তার সত্যতা নিয়ে প্রশ্ন তোলে। যদিও কিমকে বেশ কিছুদিন ধরে জনসমক্ষে দেখা যাচ্ছে না, এটাও সত্য়ি।
গত ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা তথা কিমের দাদু কিম টু সুংয়ের জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানেও তাঁকে দেখা যায়নি। তখন থেকেই কিমের শরীর-স্বাস্থ্য নিয়ে জল্পনা ছড়ায়। অথচ ১২ এপ্রিলই উত্তর কোরিয়ার সরকারি মিডিয়ায় খবর বেরয়, কিম একটি বিমানঘাঁটি পরিদর্শন করেছেন, বোমারু জেট, যুদ্ধবিমানের মহড়াও দেখেছেন। তার দুদিন বাদে সামরিক কুচকাওয়াজের অঙ্গ হিসাবে উত্তর কোরিয়া সমুদ্রে একাধিক স্বল্পপাল্লার অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, সুখোই জেট থেকে আকাশ থেকে সমতলে মিসাইলও ছোঁড়া হয় বলে জানায় দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।
আমেরিকা-উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র পরিত্যাগ করা সংক্রান্ত আলোচনা ২০১৯ এর শেষে ধাক্কা খায়। সামরিক পর্যবেক্ষকদের ধারণা, এবছর উত্তর কোরিয়ার একাধিক পরীক্ষামূলক উত্ক্ষেপণ ও সামরিক কুচকাওয়াজ এটাই ইঙ্গিত করে যে, তারা আরও কট্টরপন্থার পথে এগোচ্ছে।
উত্তর কোরিয়ার কিম মারাত্মক অসুস্থ, জীবন সঙ্কটে? কার্ডিওভাসকুলার অপারেশনের পর রিসর্টের ভিলায় বিশ্রাম নিচ্ছেন, জানাল দক্ষিণের সূত্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Apr 2020 12:58 PM (IST)
মার্কিন চ্যানেল সিএনএন কিম ভয়াবহ সঙ্কটে রয়েছেন বলে জানালেও আমেরিকা প্রশাসনের উত্তর কোরিয়া সংক্রান্ত অভ্যন্তরীণ মহলের পরিচিত একটি সূত্র তার সত্যতা নিয়ে প্রশ্ন তোলে। যদিও কিমকে বেশ কিছুদিন ধরে জনসমক্ষে দেখা যাচ্ছে না, এটাও সত্য়ি।
A woman watches a television news broadcast showing file footage of North Korean leader Kim Jong Un, at a railway station in Seoul on April 21, 2020. - South Korea played down a report on April 21 that the North's leader Kim Jong Un was being treated after surgery, as speculation mounted over his absence from a key anniversary. (Photo by Jung Yeon-je / AFP)
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -