নয়া দিল্লি : ট্যাক্স বা কর সম্পর্কিত যে কোনও কাজ বা কোনও আর্থিক বিষয়- সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নথি পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্য়ান। সব কিছুতেই এখন প্যান কার্ডের প্রয়োজন। কিন্তু, সব সময় এটাকে সঙ্গে নিয়ে যাতায়াত করাও ঝুঁকিপূর্ণ। হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আপনি তা চাইবেন না। এই পরিস্থিতিতে আপনার জন্য রইল ভাল খবর। অনলাইনে রেজিস্টার করে আপনি এখন ই-প্যান রাখতে পারবেন।


এই পরিষেবা পাওয়ার জন্য কী করবেন ?


এই পরিষেবা পাওয়ার জন্য আপনাকে https://www.incometax.gov.in/iec/foportal/-এই সাইটে ঢুকতে হবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্টে এ বিষয়ে জানিয়েছে আয়কর বিভাগ। যে সব নাগরিকের ইতিমধ্যেই আধার কার্ড আছে বা রেজিস্টার্ড মোবাইল নম্বর, তাঁরা ১০ মিনিটের মধ্যে ই-প্যানের জন্য রেজিস্ট্রি করতে পারবেন।


কারা পেতে পারেন ই-প্য়ান ?


যাঁদের আধার কার্ড রয়েছে, শুধুমাত্র তাঁরাই ই-প্যানের সুবিধা পাবেন। কারণ, এটি ডিজিটালি সই করা প্যান কার্ড। যা আপনার কেওয়াইসি-র উপর নির্ভর করে তৈরি। পিডিএফ ফরম্যাটে ইস্যু করা হয়েছে এই ই-প্যান। যা সব সময় ফোনে রাখা সহজ।


ই প্যানের জন্য কীভাবে আবেদন করবেন ?


 



  • https://www.incometax.gov.in/iec/foportal/-এই সাইটে ঢুকুন

  • হোম পেজে ই-প্যানের জন্য আবেদন করার অপশনে যান

  • সেই অপশনে ক্লিক করার পর আপনি একটি নতুন উইন্ডো-তে প্রবেশ করবেন। যেখানে 'Get New e-PAN' অপশন পাবেন। তাতে ক্লিক করুন 

  • আপনাকে আধার কার্ড নম্বর দিতে বলা হবে। এছাড়া রেজিস্টার্ড মোবাইল নম্বর ও জন্ম তারিখ। সঙ্গে সঙ্গে আপনার পরিচিতি নিশ্চিত করার জন্য একটি ওটিপি পেয়ে যাবেন

  • একবার এই প্রক্রিয়া শেষ হয়ে গেলে, সাবমিট অপশনে ক্লিক করুন


 


ই-প্যানের স্ট্যাটাস চেক করবেন কীভাবে ?


ই-প্যানের স্ট্যাটাস চেক করার জন্য উপরের নির্দেশিকা অনুসরণ করুন। ই-প্যানের হোম পেজে পৌঁছে গেলে 'Check Status/ Download PAN' - লেখা অপশন পাবেন। তাতে ক্লিক করুন। আপনার প্য়ানের স্ট্যাটাস জেনে যাবেন।