নয়াদিল্লি: রাজস্থানে পঞ্চায়েত ভোটে এগিয়ে কংগ্রেস। রাজ্যে পঞ্চায়েত ভোটের গণনা শুরু হয়েছে। রাজ্যের ২১টি জেলা সদরে শুরু হয়েছে গণনা। নভেম্বর এবং ডিসেম্বর মিলিয়ে ৬৩৬  জেলা পরিষদ এবং ৪৩৭১ পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচন হয় চার দফায়। জেলা পরিষদের ১৭৭৮ জন প্রার্থী এবং পঞ্চায়েত সমিতির ৪৩৭১ জন প্রার্থীর ভবিষ্যত নির্ধারণ হবে আজ।

সকাল থেকে আটোসাঁটো নিরাপত্তায় শুরু হয়েছে গণনা। প্রাথমিক গণনা অনুযায়ী, এগিয়ে আছে কংগ্রেস। দ্বিতীয় স্থানে বিজেপি। এদিকে  কৃষকদের ডাকে আজ ভারত বনধ। কৃষকদের এই আন্দোলন এবং বনধকে সমর্থন করছে অশোক গেহলটের সরকার। তবে মিশ্র সাড়া মিলেছে রাজ্যে। বেশ কিছু জায়গায় খোলা আছে দোকান। কিষাণ মহাপঞ্চায়েতের সভাপতি রামপাল জাট বলেন, গ্রাম এবং শহরে বনধের প্রভাব খালি চোখে দেখা যাচ্ছে। কৃষক মান্ডিগুলি বন্ধ রয়েছে। শান্তিপূর্ণভাবে বনধ পালিত হচ্ছে।

উল্লেখ্য, গত ২৩, ২৭ নভেম্বর এবং ১, ৫ ডিসেম্বর ভোট গ্রহণ হয় রাজস্থানে। আজমীঢ়, বাসওয়ারা, বারমের, ভিলওয়ারা, বিকানের, বুন্ডি, চিত্রগড়, চুরু, দুঙ্গারপুর, হনুমানগড়, জয়সলমির, জালোর, ঝালাওয়ার, নাগপুর, পালি, প্রতাপড়, রাজসামন্ড, শিকর, তোক, উদয়পুরের ২১টি গ্রামে নির্বাচন হয়।