পরীক্ষা পে চর্চা: পড়ুয়া, শিক্ষকশিক্ষিকাদের সঙ্গে আজ আলাপ করবেন প্রধানমন্ত্রী

অনুষ্ঠানটি শুরু হবে বেলা ১১টা থেকে, দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে।

Continues below advertisement
নয়াদিল্লি: সামনেই একের পর এক বোর্ডের পরীক্ষা। তার আগে আজ ছাত্রছাত্রী, শিক্ষকশিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে আলাপচারিতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরীক্ষা পে চর্চা নামে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পড়ুয়াদের প্রশ্নের উত্তর দেবেন, আলোচনা করবেন কীভাবে পরীক্ষাভীতি কাটিয়ে ওঠা সম্ভব।
অনুষ্ঠানটি শুরু হবে বেলা ১১টা থেকে, দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে। বাছাই করা ২০০০-এর মত পড়ুয়ার সঙ্গে প্রধানমন্ত্রী আলোচনায় বসবেন। কেন্দ্রীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক ও মাইগভ অ্যাপ একটি ছোট প্রবন্ধ লেখার প্রতিযোগিতা করে, ৫টি আলাদা আলাদা বিষয়ের ওপর। নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা এতে অংশ নেয়। যে ছাত্রছাত্রীরা আজকের অনুষ্ঠানে যোগ দেবে, তাদের মধ্যে ১০৫০ জন নির্বাচিত হয় ওই প্রবন্ধ প্রতিযোগিতার মাধ্যমে। এক ঘণ্টার এই অনুষ্ঠান এই প্রথম পড়ুয়ারাই সঞ্চালনা করবে, দায়িত্বে থাকবে চারটি কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের ছাত্রছাত্রী। ২০১৮ সালের ১৬ ফেব্রুয়ারি হয় প্রথম পরীক্ষা পে চর্চা। সেটিও হয়েছিল তালকাটোরা স্টেডিয়ামে।
Continues below advertisement
Sponsored Links by Taboola