ট্রেন্ডিং

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে বিজেপি দফতরে চাকরিহারা শিক্ষকরা

Mamata Banerjee: 'চন্দনবাবুকে কাজ করতে দিচ্ছেন না, এ আবার কী !' পুলিশে 'গ্রুপবাজি' নিয়ে প্রশাসনিক সভায় সরব মুখ্যমন্ত্রী

'অনুপ্রবেশকারীদের হাত ধরে রাজ্যর ক্ষমতায় থাকতে চায় তৃণমূল কংগ্রেস', আক্রমণ শঙ্করের

কাল সকালে ২ শিক্ষক নেতাকে থানায় যাওয়ার নির্দেশ হাইকোর্টের

যাত্রীদের পাশাপাশি বাস মালিক, ড্রাইভারদের চাহিদাকেও গুরুত্ব দিয়েছি: পরিবহণ মন্ত্রী
ধর্মঘটের মাধ্যমে কোনও সমস্যার সমাধান হয় না। আজকের দিনে বনধ্, ধর্মঘট এইসব আন্দোলনের কর্মসূচি হিসেবে সম্পূর্ণ অচল
পরীক্ষা পে চর্চা: পড়ুয়া, শিক্ষকশিক্ষিকাদের সঙ্গে আজ আলাপ করবেন প্রধানমন্ত্রী
অনুষ্ঠানটি শুরু হবে বেলা ১১টা থেকে, দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে।
Continues below advertisement

নয়াদিল্লি: সামনেই একের পর এক বোর্ডের পরীক্ষা। তার আগে আজ ছাত্রছাত্রী, শিক্ষকশিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে আলাপচারিতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরীক্ষা পে চর্চা নামে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পড়ুয়াদের প্রশ্নের উত্তর দেবেন, আলোচনা করবেন কীভাবে পরীক্ষাভীতি কাটিয়ে ওঠা সম্ভব।
অনুষ্ঠানটি শুরু হবে বেলা ১১টা থেকে, দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে। বাছাই করা ২০০০-এর মত পড়ুয়ার সঙ্গে প্রধানমন্ত্রী আলোচনায় বসবেন। কেন্দ্রীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক ও মাইগভ অ্যাপ একটি ছোট প্রবন্ধ লেখার প্রতিযোগিতা করে, ৫টি আলাদা আলাদা বিষয়ের ওপর। নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা এতে অংশ নেয়। যে ছাত্রছাত্রীরা আজকের অনুষ্ঠানে যোগ দেবে, তাদের মধ্যে ১০৫০ জন নির্বাচিত হয় ওই প্রবন্ধ প্রতিযোগিতার মাধ্যমে। এক ঘণ্টার এই অনুষ্ঠান এই প্রথম পড়ুয়ারাই সঞ্চালনা করবে, দায়িত্বে থাকবে চারটি কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের ছাত্রছাত্রী।
২০১৮ সালের ১৬ ফেব্রুয়ারি হয় প্রথম পরীক্ষা পে চর্চা। সেটিও হয়েছিল তালকাটোরা স্টেডিয়ামে।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে