বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : আজ থেকে সংসদে শুরু হল পাঁচদিনের বিশেষ অধিবেশন (Parliament Special Session)। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল জানিয়েছেন, অধিবেশনের আলোচ্য বিষয়, সংসদের ৭৫ বছরের গৌরবময় যাত্রা। সংসদ ভবনের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে দিনভর আলোচনা হবে। লোকসভায় (Lok Sabha) এই সংক্রান্ত আলোচনার আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রাজ্যসভায় (Rajya Sabha) এই দায়িত্ব পালন করবেন পীযূষ গোয়েল (Piyush Goyal)। তৃণমূলের তরফে লোকসভায় বলবেন পাঁচবারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, অধীর চৌধুরীর (Adhir Ranjan Choudhury) সাসপেনশন নিয়ে আজই রিপোর্ট পেশ করবে সংসদের প্রিভিলেজ কমিটি।


পুরনো সংসদ ভবনে (Parliament Bhavan) আজই শেষদিন। আগামীকাল থেকে সংসদের নতুন ভবনে অধিবেশন বসবে। আজ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সাংসদদের অধিবেশনে হাজির থাকতে হুইপ জারি করেছে বিজেপি (BJP), কংগ্রেস ও আম আদমি পার্টি। অধিবেশন শুরুর প্রাক্কালে পুরনো সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) জানিয়েছেন, ' আগামীকাল গণেশ চতুর্থীর দিনে আমরা নতুন পার্লামেন্ট ভবনে যাচ্ছি। গণেশের অপর নাম বিঘ্নহর্তা। তাই এবার থেকে আগামীদিন থেকে দেশের উন্নয়নে আর কোনও বাধা থাকবে না। নির্বিঘ্নে সব স্বপ্ন, সংকল্প ভারত পরিপূর্ণ করবে।' যার পরই প্রধানমন্ত্রীর সংযোজন, 'এই অধিবেশনের মেয়াদ ছোট হতে পারে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।'


এদিকে, সংসদের বিশেষ অধিবেশনের আগে বিরোধী জোট INDIA-র বৈঠক। বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের ঘরে মিলিত হলেন বিরোধীদলের সাংসদরা। এই বৈঠকে পাশাপাশি বসতে দেখা গেল অধীর চৌধুরী ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে (Sudip Banerjee)।                                   






আরও পড়ুন- পিএম বিশ্বকর্মা যোজনার যাত্রা শুরু, ১৫ হাজার টাকা ছাড়াও ২ লক্ষ টাকার ঋণ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial