নয়াদিল্লি : সোমবার শীতকালীন অধিবেশন শুরুর প্রথম দিনে বিরল দৃশ্য সংসদে। নিজের পোষা কুকুর নিয়ে সংসদে পৌঁছালেন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী। যাকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধল। উচ্চ-স্তরীয় নিরাপত্তা চত্বরে কারো ব্যক্তিগত পোষ্যের দেখা মেলায় এদিন তা নিয়ে জোর চর্চা শুরু হয়। এনিয়ে তাঁর মতামত জানতে চাওয়া হলে, কুকুরটি নিরীহ এবং ছোট্ট বলে মন্তব্য করেন কংগ্রেস সাংসদ। উদ্বেগের বিষয় খারিজ করে দেন। রেণুকা বলেন, "সরকার হয়তো ভিতরে প্রাণীদের পছন্দ না করতে পারেন, কিন্তু সমস্যাটা কোথায় ? এটা তো এত ক্ষুদ্র একটা প্রাণী; কাউকে কামড়াবে না। যদি কারো কামড়ানোর চিন্তা থাকে, তাহলে সেটা কুকুর নয়, সংসদের কিছু লোকের। সংসদের ভিতরে কেন এটা কোনও ইস্যু হবে ? যারা কামড়াতে পারেন, তাঁরা সংসদের ভিতরে আছেন।" যখন তাঁকে নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে জানতে চাওয়া হয় তখন তা উড়িয়ে দিয়ে তিনি বলেন, "কোন নিরাপত্তা-উদ্বেগের কথা আমরা বলছি ? কুকুরকেও একটা পাস দিন। আর কি বলতে পারি?" 

Continues below advertisement

এদিন সংসদে শুরু হল শীতকালীন অধিবেশন। ১৯ ডিসেম্বর পর্যন্ত তা চলবে। ১৩টি নতুন বিল পেশ করার জন্য তালিকাভুক্ত করেছে সরকার। এদিন অধিবেশন শুরুর আগেই বিরোধীদের নিশানা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "এই সংসদ দেশ নিয়ে কী ভাবছে, দেশের জন্য কী করতে চায় তার উপরেই নজর দেওয়া উচিত অধিবেশনে। এইসব ইস্যুতে ফোকাস করা উচিত। বিরোধীদেরও তাদের দায়িত্ব পালন করা উচিত। ওদের শক্তিশালী ইস্যু তোলা উচিত। ওদের পরাজয়ের হতাশা কাটিয়ে ওঠা উচিত। দুর্ভাগ্যক্রমে এমন কিছু দল রয়েছে যারা পরাজয় হজম করতে পারছে না। আমি ভাবছিলাম, যেহেতু বিহারের ফল বেরনোর পর অনেকটা সময় পেরিয়ে গেছে, ওদের এবার একটু শান্ত হওয়া উচিত। কিন্তু, গতকাল যা শুনলাম তাতে মনে হচ্ছে, পরাজয় ওদের কষ্ট দিচ্ছে।" তাঁর সংযোজন, "যেসব সাংসদ প্রথমবার নির্বাচিত হয়েছেন, যাদের বয়স কম, তাঁরা খুব হতাশ এবং খুশি নন। ওঁদের যোগ্যতা প্রমাণের সুযোগ দেওয়া হচ্ছে না।"

তিনি আরও বলেন,, "আলোচনা হওয়া উচিত, নাটক নয়। নীতিতে নজর দেওয়া উচিত, স্লোগানে নয়। গত ১০ বছর ধরে বিরোধীরা যে খেলা খেলছে তা মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। ওদের কৌশল পাল্টানো উচিত। আমি ওদের কিছু টিপস দিতে প্রস্তুত। পরাজয়ের হতাশা বা জয়ের অহঙ্কারে শীতকালীন অধিবেশন যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়া উচিত নয়।" 

Continues below advertisement