নয়াদিল্লি : ২৭ বছর পর দিল্লির ক্ষমতায় প্রত্যাবর্তন করতে চলেছে বিজেপি। আপকে পর্যুদস্ত করে কার্যত বড় জয় ছিনিয়ে নিল গেরুয়া শিবির। শেষ খবর অনুযায়ী, ৭০টির মধ্যে ৪৮টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে, AAP-এর আসন সংখ্যা নেমে এসেছে ২২-এ। কিন্তু সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আপ প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পরাস্ত করেছেন বিজেপি প্রার্থী পরভেশ সাহিব সিংহ ভার্মা। কীভাবে উত্থান এই নেতার ?
অরবিন্দ কেজরিওয়াল বনাম পরভেশ সাহিব সিংহ ভার্মা-
আপ রাজনীতির ময়দানে প্রবেশ করার পর থেকেই নিউ দিল্লি কেন্দ্র থেকে ভোটে লড়ছেন দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনবারের বিধায়ক। তাঁর বিরুদ্ধে ছিলেন বিজেপির পরভেশ ভার্মা ও কংগ্রেসের সন্দীপ দীক্ষিত। এই দুই জনই যথাক্রমে দিল্লির প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী সাহিব সিংহ ভার্মা ও শীলা দীক্ষিতের পুত্র। তবে, এবার মূল লড়াইটা ছিল কেজরিওয়াল ও ভার্মার মধ্যে।
এদিন গণনা পর্বের শুরুতে পিছিয়ে যান কেজরিওয়াল। পরে তিনি লিড পান এবং ফের পিছিয়ে পড়েন। পিছিয়ে যাওয়ার এই পার্থক্য সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। শেষমেশ জয় ছিনিয়ে নেন পরভেশ। কেজরিওয়ালকে ৪০৮৯ ভোটে হারিয়ে দেন। অন্যদিকে, মাত্র ৪৫৬৮টি ভোট পেয়ে তৃতীয় স্থান পেয়ে অনেক দূরে শেষ করেন।
এই নিউ দিল্লি কেন্দ্রেই ২০১৩ সালে শীলা দীক্ষিতে হারিয়েছিলেন কেজরিওয়াল। দীক্ষিতের ১৫ বছরের ক্ষমতায় ইতি টানেন। এই কেন্দ্রটি এক অর্থে কেন্দ্রশাসিত অঞ্চলে যে কোনও দলের জনপ্রিয়তা ও ক্ষমতাচ্যুতির প্রতিচ্ছবি।
পরভেশ ভার্মার উত্থান-
রাজনৈতিক পরিবার থেকে এসেছেন বছর ৪৭-এর পরভেশ ভার্মা। তাঁরা বাবা সাহিব সিংহ ভার্মা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁর কাকা আজাদ সিংহ নর্থ দিল্লি পুরসভার মেয়র ছিলেন এবং ২০১৩ সালে মুন্দকা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করেছিলেন।
আরকে পুরমের দিল্লি পাবলিক স্কুলে পড়াশোনা করেছেন পরভেশ। এরপর দিল্লির বিশ্ববিদ্যালয়ের অধীন কিরোরি মাল কলেজে আর্টস ডিগ্রি নেন। এরপর মাস্টার অফ অ্যাডমিনিস্ট্রেশন করেন ফোর স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে।
বিজেপির সঙ্গে পরভেশের প্রায় ৩ যুগের সম্পর্ক। ২০১৩ সালে প্রথমবার তিনি দিল্লি বিধানসভায় নির্বাচিত হন। মেহরৌলি আসনে কংগ্রেস প্রার্থী যোগানন্দ শাস্ত্রীকে হারান তিনি। ২০১৪ সালে তিনি লোকসভা ভোটে লড়াই করেন। ওয়েস্ট দিল্লি কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। ২০১৯ সালেও সেই আসনটি ধরে রাখেন তিনি। কংগ্রেসের মহাবল মিশ্রকে ৫ লক্ষ ৭৮ হাজার ৪৮৬ ভোটে হারান। দিল্লিতে রেকর্ড মার্জিনে জয় পান তিনি। যদিও ২০২৪ সালে তাঁকে টিকিট দেওয়া হয়নি। সেই সময় থেকেই তিনি ২০২৫-এর দিল্লি বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেন। জয়ের পর একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরভেশ বলেন, "আমাকে মাত্র দুই মাস আগে বলা হয়েছিল নিউ দিল্লি আসন (কেজরিওয়ালের আসন) থেকে লড়াই করতে হবে।"