নয়া দিল্লি : করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভারত সহ ১৬টি দেশকে এখনই উড়ানে ছাড়পত্র নয় সংযুক্ত আরব আমিশাহীর। জেনারেল সিভিল অ্যাভিয়েশন অথরিটি সূত্রের খবর।  


GCAA-র অ্যাডভাইসরিতে যে ১৬টি দেশের কথা বলা হয়েছে সেগুলি হল- আফগানিস্তান, বাংলাদেশ, ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো, ভারত, ইন্দোনেশিয়া, লাইবেরিয়া, নামিবিয়া, নেপাল, নাইজিরিয়া, পাকিস্তান, উগান্ডা, সিয়েরা লিয়ন, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ভিয়েতনাম ও জাম্বিয়া। 


GCAA-র তরফে ইস্যু করা সার্কুলার উদ্ধৃত করে একটি সংবাদমাধ্য়মে তরফে বলা হয়েছে, করোনার সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে সংযুক্ত আরব আমিরশাহীর তরফে নতুন ফ্লাইট ও যাত্রীদের ক্ষেত্রে বিধি-নিষেধ জারি করা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী সরকার পুরো বিষয়টির উপর নজর রেখেছে। প্রয়োজন মতো পরবর্তী নির্দেশিকা জারি করা হবে।


এর পাশাপাশি GCAA-র তরফে সংযুক্ত আরব আমিরশাহীর নাগরিকদেরও ওইসব দেশে আপাতত ফ্লাইটে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। তবে, ছাড় দেওয়া হয়েছে কূটনীতিক এবং যাঁদের মেডিক্যাল এমার্জেন্সি রয়েছে তাঁদের ক্ষেত্রে। 


প্রসঙ্গত, ভারতে দৈনিক মৃত্যু নেমেছে ৪০০-র নীচে। ৩০ হাজারে নেমেছে দৈনিক সংক্রমণও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৯৩।  দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১৪ হাজার ৪৮২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১১ লক্ষ ৭৪ হাজার ৩২২। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৬ হাজার ১৩০। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩ লক্ষ ৫৩ হাজার ৭১০ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৪৫ হাজার ২৫৪।


এদিকে এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক উড়ান পরিষেবার স্বাভাবিকের মুখাপেক্ষী ভারতের অনেকেই। উল্লেখ্য, গত শনিবার ফ্রান্সের তরফে কোভিশিল্ড ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ার সঙ্গে সঙ্গে ইউরোপের মোট ১৬টি দেশে এই ভ্যাকসিন নেওয়ার পর দিব্যি যাওয়া যাবে। তা সে কাজ, পড়াশোনা বা ঘুরতে যাওয়া, যা-ই হোক।