বিলাসপুর: ফের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা। যাত্রীভর্তি ট্রেনের সঙ্গে মালগাড়ির ধাক্কা লাগল। এখনও পর্যন্ত ছয় জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে হতাহত বাড়তে পারে বলে আশঙ্কা। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে, যাত্রীবাহী ট্রেনটি সটান মালগাড়ির উপরে উঠে যায়। ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন বহু মানুষ। উদ্ধারকার্য শুরু হয়েছে বলে খবর। (Bilaspur Train Accident)
ছত্তীসগঢ়ের বিলাসপুরে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। জয়রামনগর স্টেশনের কাছে মুখোমুখি ধাক্কা লাগে কোরবা প্যাসেঞ্জার ট্রেন ও মালগাড়ির মধ্যে। প্রাথমিক তদন্তে যে তথ্য় উঠে এসেছে, তা হল, মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। MEMU লোকাল ৬৮৭৩৩ গেভরা রোড থেকে বিলাসপুরের দিকে ছুটে যাচ্ছিল। সেই সময় আপ লাইনের গটোরা থেকে বিলাসপুরের মধ্যে মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে। (Train Accident News)
ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তা ভয়ঙ্কর। দেখা গিয়েছে, মালগাড়ির উপর ট্রেনের একটি অংশ উঠে গিয়েছে। ওই রুটে ট্রেন চলাচল আপাতত বন্ধ। বাতিল করা হয়েছে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন। একাধিক ট্রেনকে অন্য রুট দিয়ে ঘোরানো হচ্ছে।
একটি ভিডিও-য় দেখা গিয়েছে, কোরবা প্যাসেঞ্জার ট্রেনের প্রথম কামরাটি মালগাড়ির উপর উঠে রয়েছেয বহু মানুষ ভিড় জমিয়েছেন দুর্ঘটনাস্থলে। রেলের আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখছেন। ভিতর থেকে বের করার চেষ্টা হচ্ছে যাত্রীদের। রেলের জরুরি পরিষেবা বিভাগ ঘটনাস্থলে রয়েছে। আহতদের ফার্স্ট এডের ব্যবস্থা করা হয়েছে ঘটনাস্থলেই। অ্যাম্বুল্যান্স এসে পৌঁছেছে আহতদের হাসপাতালে নিয়ে যেতে। স্থানীয় প্রশাসনও উদ্ধারকার্যে হাত লাগিয়েছে।
কোরবা প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরা যেমন মালগাড়ির উপর উঠে গিয়েছে, বাকি কামরাগুলিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহিলাদের জন্য সংরক্ষিত কামরাটি। ওভারহেড তার, সিগনাল প্রযুক্তিরও ক্ষতি হয়েছে এই দুর্ঘটনায়। যাত্রীদের জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় রেল।
রেলের তরফে হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে, যেগুলি হল-
চম্পা জাংশন: 808595652
রায়গড়: 975248560
পেন্দ্রা রোড: 8294730162
এছাড়াও সরাসরি দুর্ঘটনাস্থলে 9752485499, 8602007202 নম্বরে যোগাযোগ করা যাবে।