শ্রীনগর: আর রাজ্য নয়, গতকালই চরিত্র বদল ঘটে গিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে জম্মু ও কাশ্মীর। সেখানকার নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসাবে শপথ নিয়েছেন জি সি মুর্মু। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকায় দলের রাজ্যসভা সাংসদ নাজির আহমেদ লওয়েকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করল পিডিপি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টির মুখপাত্র জানাচ্ছেন, দলের অবস্থান অগ্রাহ্য করে লেফটেন্যান্ট জেনারেলের শপথ গ্রহণ অনু্ষ্ঠানে উপস্থিত থাকায় নাজির বহিষ্কৃত হয়েছেন। মুখপাত্রটি বলেন, রাজ্যের চলতি রাজনৈতিক পরিস্থিতি ও সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের আওতায় জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল নিয়ে দলের অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় নাজিরের জি সি মুর্মুর শপথ গ্রহণ অনুষ্ঠানে সামিল হওয়া। নাজিরের দলের নির্দেশের পরিপন্থী আচরণ এই প্রথম নয়, তিনি চলতি বছরে রাজ্যসভায় তিন তালাক বিলের বিরুদ্ধে ভোটদানে বিরত ছিলেন বলে জানান মুখপাত্রটি। প্রসঙ্গত, গত ৫ আগস্ট রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করার আগে পিডিপি সাংসদ মীর মহম্মদ ফয়াজের সঙ্গে মিলে সংবিধানের কপি ছিঁড়ে কুটিকুটি করেছিলেন। গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের আওতায় বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্তের সঙ্গে তাল রেখে জম্মু ও কাশ্মীর ও লাদাখকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছে।