নয়া দিল্লি : বিমানে মহিলা সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনায় এবার কড়া পদক্ষেপ। এয়ার ইন্ডিয়াকে (Air India) ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি সংশ্লিষ্ট নিউইয়র্ক-দিল্লি বিমানের পাইলট-ইন-চার্জের লাইসেন্স তিন মাসের জন্য সাসপেন্ড করেছেন অসামরিক বিমান (Civil Aviation) পরিষেবা বিভাগের ডিরেক্টর জেনারেল।
এই পদক্ষেপের পর পরই বিবৃতি জারি করে এয়ার ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, সংশ্লিষ্ট ঘটনায় রিপোর্ট করতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমাদের দেরি হয়েছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে সিভিল অ্যাভিয়েশনের ডিজি-র তরফে এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা অধিকর্তাকেও ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
গত ২৬ নভেম্বর নিউ ইয়র্ক- নয়া দিল্লি এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে বিজনেস ক্লাসে শঙ্কর মিশ্র নামে এক যাত্রী নিজের প্যান্টের চেন খুলে এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করেন বলে অভিযোগ। সেই ঘটনায় কার্যত তোলপাড় হয়ে ওঠে দেশ। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি ওই মহিলার কাছে ক্ষমা চেয়ে নেন এবং পুলিশের কাছে এনিয়ে রিপোর্ট না করার অনুরোধ জানান বলে খবর। অনুরোধ জানানোর সময় তিনি নাকি বলেন, এই ঘটনা প্রকাশ্যে এলে তাঁর স্ত্রী ও সন্তানের উপর তার প্রভাব পড়বে।
এই ঘটনা নিয়ে চলতি মাসেই বিবৃতি জারি করেন টাটা সন্সের চেয়ারম্যান (TATA Sons Chairman) এন চন্দ্রশেখরণ। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, এয়ার ইন্ডিয়ার আরও দ্রুত প্রতিক্রিয়া জানানো উচিত ছিল। আমরা বিষয়টির গুরুত্ব বুঝে প্রতিক্রিয়া জানাতে দেরি করেছি। এমনটা হওয়া উচিত ছিল না। টাটা গ্রুপ ও এয়ার ইন্ডিয়া যাত্রী ও ক্রুদের নিরাপত্তা দিতে প্রস্তুত । এরকম ঘটনা যাতে আগামী দিনে না ঘটে তার জন্য প্রতিটি প্রক্রিয়া পর্যালোচনা করে দেখা হবে।
ঘটনায় অভিযুক্ত মুম্বইয়ের বাসিন্দা শঙ্কর মিশ্রকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। ঘটনার প্রেক্ষিতে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। ওই ব্যক্তির বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করে দিল্লি পুলিশ। ভারতীয় সংবিধানের ৩৫৪, ৫০৯, ৫১০ ধারা এবং উড়ান বিধির ২৩ নং ধারায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ। চার মাস এয়ার ইন্ডিয়ার বিমানেও উঠতে পারবেন না ওই ব্যক্তি। এমনটাই জানিয়েছে বিমান সংস্থা। প্রাথমিকভাবে অভিযুক্তের উপর ৩০ দিনের নিষেধাজ্ঞা দারি করা হয়েছিল। পরে আরও ৪ মাস যুক্ত হয়।
আরও পড়ুন ; বিমানে মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব ! কী প্রতিক্রিয়া টাটা সন্স চেয়ারম্যানের ?