কটক: কে যে কার খাদ্য এবং কে বেশি হিংস্র, এবার সেই প্রশ্ন উঠে গেল। কুমীরকে ধরে, তাকে মেরে, কেটে টুকরো টুকরো করে কেটে, রান্না করে খেয়ে ফেলল একদল মানুষ! একেবারে পিলে চমকে যাওয়ার মতো এই ঘটনাটি ঘটেছে ওড়িশার মালকানগিরি জেলায়।

কালাদাপল্লি গ্রামের একদল মানুষ এই মারাত্মক কান্ডটি ঘটিয়েছেন। ঘটনাটির তদন্ত করার জন্য জেলার ফরেস্ট ডিপার্টমেন্টের তিনটি ছোট দল গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সাবেরী নদী থেকে কুমীরটিকে উদ্ধার করেছিলেন গ্রামবাসীরা। জল ঝরে শরীরটা শুকিয়ে যাওয়ার জন্য প্রকান্ড সরীসৃপটিকে দড়ি দিয়ে তেঁতুল গাছে ঝুলিয়ে রাখা হয়। এক সময় কুমীরটি মারা যায়। তখনই গ্রামের মানুষ কুমীরটিকে ছাল ছাড়িয়ে মাংস কেটে তা নিজেদের মধ্যে ভাগ করে নেন। গ্রামজুড়ে মানুষ পরমানন্দে মাংস রান্না করে খেয়ে ফেলেন।

ওড়িশার নদী সংলগ্ন এই গ্রামটিতে কুমীরের নিয়মিত আনাগোনা আছে। কিছুদিন আগেই নদীতে স্নান করতে গিয়ে কুমীরের হানায় প্রাণ হারিয়েছিল বছর দশেকের এক বালক। বালির চরে পরে তার ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়। জেলার ফরেস্ট অফিসার প্রদীপ মিরেস জানান, ঘটনাটির তদন্তের জন্য দল গঠন করা হয়েছে। এভাবে একটি বন্যপ্রাণীকে কারা মেরে ফেলল তা খোঁজ নেওয়া হচ্ছে।