নয়াদিল্লি: টেলিকমের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য যে নিয়ম রয়েছে, তা যথেষ্ট নয় বলে মনে করছে ট্রাই। দেশের টেলিকম নিয়ন্ত্রক সংস্থার পরামর্শ, নিজ নিজ পছন্দ বাছাই করা, তাঁদের সম্মতি নেওয়া এবং সর্বোপরি তথ্য গোপনীয়তা নিশ্চিত করতে তাঁদের ভুলে যাওয়ার মতো অধিকার দিতে হবে গ্রাহকদের।


টেলিকম নেটওয়ার্কে তথ্যের গোপনীয়তা, নিরাপত্তা ও মালিকানা সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ সুপারিশ করে ট্রাই জানিয়েছে, তথ্যের মালিক হলেন গ্রাহকরা। যে সকল সংস্থা সেই তথ্য নিয়ন্ত্রণ, প্রোসেস করছে, তারা কেবলমাত্র জিম্মাদার। তথ্যের ওপর তাদের কোনও প্রাথমিক মালিকানা নেই।


টেলিকম দফতরকে ট্রাই-এর সুপারিশ—চয়েস, নোটিস, কনসেন্ট, ডেটা পর্টাবিলিটি এবং ভুলে যাওয়ার অধিকার টেলিকম গ্রাহকদের সঙ্গেই থাকবে। সুপারিশে বলা হয়েছে, ডিজিটাল পরিষেবা ব্যবহারকারীদের যথেষ্ট পরিমাণ বিকল্পের সুবিধা নিশ্চিত করতে সম্মতিপত্রে আরও স্বচ্ছতা আনতে হবে সার্ভিস প্রোভাইডারদের।


ট্রাইয়ের সুপারিশ, ডিজিটাল পরিষেবায় সকল টেলিকম অপারেটর্সদের উচিত স্বচ্ছতার সঙ্গে নিজ নিজ ওয়েবসাইটে হওয়া গোপনীয়তার লঙ্ঘনের ঘটনা স্বীকার করতে। এর সঙ্গে জানাতে হবে, তার মোকাবিলায় এবং ভবিষ্যতে একই ধরনের ঘটনা আটকাতে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।