সোরোঙ্গ: কুমীরের কামড়ে প্রাণ হারিয়েছিলেন ইন্দোনেশিয়ার এক ব্যক্তি। ওই মৃত্যুর বদলা নিতে উত্তেজিত জনতা মেরে ফেলল প্রায় ৩০০ কুমীরকে। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, প্রতিশোধের আগুনে এভাবে শয়ে শয়ে কুমীর মারার ঘটনা ঘটেছে পাপুয়া প্রদেশে। কুমীরের শিকার ব্যক্তির শেষকৃত্যের পর এই ঘটনা ঘটে। পুলিশ ও বন্যপ্রাণ সংরক্ষণ আধিকারিকরা জানিয়েছেনে, নিহত ব্যক্তি তাঁর গৃহপালিত পশুদের জন্য ঘাস আনতে গিয়েছিলেন। সেই সময় তিনি কুমীরদের এনক্লোজারে পড়ে যান। নিহত ব্যক্তির নাম সুগিটো।

জনপদের পাশে কুমীরের ফার্ম থাকা নিয়ে ক্ষুব্ধ সুগিটোর আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা থানায় পৌঁছন। স্থানীয় সংরক্ষণ সংস্থার প্রধান বাসার মানুলাঙ জানিয়েছেন, উত্তেজিত জনতাকে বলা হয় যে, ফার্ম ক্ষতিপূরণ দিতে প্রস্তত।

কিন্তু এতে সন্তুষ্ট হয়নি জনতা। তাঁরা চাকু, ছুরি, শাবল নিয়ে ফার্মে পৌঁছে যান। এরপর দুই ইঞ্চি থেকে দুই মিটার পর্যন্ত লম্বা প্রায় ২৯২ টি কুমীর মেরে ফেলেন তাঁরা। পুলিশ ও সংরক্ষণ আধিকারিকরা জনতাকে বিরত করতে ব্যর্থ হন। আধিকারিকরা জানিয়েছেন, এই ঘটনায় তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইন্দোনেশিয়ায় কুমীর সংরক্ষিত প্রাণী বলে গন্য হয়।