নয়াদিল্লি: সকলের ক্ষেত্রেই কি মারাত্মক ভাবে আক্রমণ করছে করোনা ভাইরাস? না তেমনটা নয়। বরং অনেককেই আক্রমণ করছে মৃদুভাবে। আর এইভাবে যাদের দেহে ভাইরাসটির হামলা হচ্ছে, তাদের ক্ষেত্রে রোগের নানা উপসর্গ থেকে যাচ্ছে মাস কয়েক ধরে। করোনা সংক্রান্ত এক সাম্প্রতিক সমীক্ষায় এমনই জানা গিয়েছে। পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে মৃদু সংক্রমিত হওয়া করোনা রোগীদের দুই তৃতীংশের মধ্যেই রোগের উপসর্গ থেকে যাচ্ছে কম করে ৬০ দিন পর্যন্ত। এমন মৃদু সংক্রমণ ঘটছে ৪০ থেকে ৬০ বছর বয়সিদের ক্ষেত্রে।
সমীক্ষা বলছে, প্রাপ্তবয়স্ক করোনা রোগীদের ৬৬ শতাংশের দেহে রোগের ৬২ রকমের উপসর্গ ধরা পড়েছে। এর মধ্যে প্রায় সকলেরই মধ্যে রয়েছে গন্ধের অনুভূতি না থাকা, স্বাদের অভাব থাকা। একইসঙ্গে হচ্ছে শ্বাসকষ্ট ও ক্লান্তি।
মারণ ভাইরাসে মৃদুভাবে আক্রান্ত যাঁরা হয়েছেন তাঁদের ক্ষেত্রে দু-তিন মাস ধরে রোগের উপসর্গগুলি থেকে যাচ্ছে বলে জানাচ্ছেন গবেষকরা।এতে রোগীদের মৃত্যু হচ্ছে না ঠিকই, কিন্তু অনেকদিন ধরে রোগের থেকে তৈরি হওয়া সমস্যাগুলো তাঁদের শরীরে বহন করতে হচ্ছে। ফলে তাঁরা কষ্ট পাচ্ছেন, দুর্বলতায় ভুগছেন, খিদে পাচ্ছে না। মৃদু আক্রান্ত ১৫০ জন প্রাক্তবয়স্কের সঙ্গে অনবরত যোগাযোগ রেখে এই ব্যাপারে রিপোর্ট তৈরি করেছে ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয়। দেখা গিয়েছে রোগীদের দুই-তৃতীয়ংশই দুই থেকে তিন মাস দেহে রোগের উপসর্গগুলি বহন করেছেন। গত ১৭ মার্চ থেকে ৩ জুন পর্যন্ত পর্যবেক্ষণ করে রিপোর্টটি তৈরি করেছেন বিশেষজ্ঞরা।
করোনাভাইরাসে মৃদু আক্রান্তরা উপসর্গ বইছেন ২ মাস, বলছে সমীক্ষা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Oct 2020 07:27 PM (IST)
সমীক্ষা বলছে, প্রাপ্তবয়স্ক করোনা রোগীদের ৬৬ শতাংশের দেহে রোগের ৬২ রকমের উপসর্গ ধরা পড়েছে। এর মধ্যে প্রায় সকলেরই মধ্যে রয়েছে গন্ধের অনুভূতি না থাকা, স্বাদের অভাব থাকা। একইসঙ্গে হচ্ছে শ্বাসকষ্ট ও ক্লান্তি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -