নয়াদিল্লি: বৃহস্পতিবার আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামার আগে কিংস ইলেভেন পঞ্জাব শিবিরের মনোবল বৃদ্ধির মতো খবর। আরসিবি-র বিরুদ্ধে ব্যাট হাতে বাইশ গজে দেখা যাবে ক্যারিবিয়ান বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইলকে। স্বঘোষিত 'ইউনিভার্সাল বস' নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন। এবারের আইপিএলে এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলেননি গেইল। এরমধ্যে পেট খারাপ হওয়ায় কয়েকদিন হাসপাতালেও থাকতে হয়েছিল তাঁকে। এখন অবশ্য সুস্থ হয়ে ফিরেছেন তিনি। কিংস ইলেভেন পঞ্জাব দলের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। এই অবস্থায় গেইলের প্রত্যাবর্তন দলের মনোবল বাড়াবে বলেই মনে করা হচ্ছে।
কিংস ইলেভেন পঞ্জাবের ট্যুইটার হ্যান্ডেলে আপলোড করা এক ভিডিওতে গেইলকে বলতে শোনা গিয়েছে, অপেক্ষার শেষ। ইউনিভার্স বস ফিরে এসেছে। আমি জানি, আপনারা বেশ কিছুদিন ধরেই অপেক্ষা করছিলেন। ইউনিভার্স বসের নাটকীয় কিছু না ঘটলে সেই অপেক্ষার অবসান হচ্ছে।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেই মাঠে নামার কথা ছিল গেইলের। কিন্তু পাকস্থলিতে সংক্রমণের কারণে তা সম্ভব হয়নি বলে জানিয়েছিলেন পঞ্জাবের কোচ অনিল কুম্বলে। এখন অবশ্য সুস্থ হয়ে ফিরে এসেছেন গেইল। পয়েন্ট তালিকায় নিচের দিকে থাকা পঞ্জাবের টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে গেইল কোনও অবদান রাখতে পারেন কিনা, সেদিকেই তাকিয়ে দলের সমর্থকরা।
সাত ম্যাচে একটি জয়। আর একটি ম্যাচ হারলেই ট্রফির লড়াই থেকে কে এল রাহুলের দলের ছিটকে যাওয়ার আশঙ্কা থাকছে। কিন্তু অনেক সময়ই অপ্রত্যাশিত কিছু ঘটে যাওয়ার সাক্ষী থেকেছে আইপিএল। বাকি সাতটা ম্যাচ জিতে প্লেঅফে যাওয়ার ব্যাপারে আশাবাদী গেইল।
সমর্থকদের ভরসা জুগিয়ে তিনি বলেছেন, এখনও তা সম্ভব। সাতটা ম্যাচ বাকি। আমি বিশ্বাস করি, আমরা সাতটি ম্যাচই জিততে পারব। এটা সম্ভব।
প্রথম এগারোয় গেইল অফ ফর্মে থাকা গ্লেন ম্যাক্সওয়েলের জায়গায় আসতে পারেন।
অপেক্ষার শেষ! আরসিবি-র বিরুদ্ধে খেলবেন ক্রিস গেইল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Oct 2020 04:41 PM (IST)
বৃহস্পতিবার আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামার আগে কিংস ইলেভেন পঞ্জাব শিবিরের মনোবল বৃদ্ধির মতো খবর। আরসিবি-র বিরুদ্ধে ব্যাট হাতে বাইশ গজে দেখা যাবে ক্যারিবিয়ান বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইলকে। স্বঘোষিত 'ইউনিভার্সাল বস' নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -