তুরস্ক: প্রভু ভক্ত বলেই পরিচিত বরাবার। এবার সেই ‘প্রভু’-র অপেক্ষায় হাসপাতালে বসে থাকল কুকুর। টানা ৬ দিন হাসপাতালের বাইরে অপেক্ষা করেছে সে। ঘটনা তুরস্কের। সারমেয়র এই কাণ্ড ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত ১৪ জানুয়ারি মস্তিষ্কের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন ক্যামাল সেনটার্ক। ৬৮ বছর বয়সি ওই ব্যক্তিকে ভর্তি করা হয় তুরস্কের নর্থইস্টার্ন সিটির একটি হাসপাতালে। ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখানেই বসে থাকে কুকুর। যতদিন পর্যন্ত হাসপাতালে ওই ব্যক্তি ভর্তি ছিলেন ততদিন সেখানেই বলে ছিল সে। সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই কুকুরের নাম বোনচুক। তার প্রভু ভক্তির জন্য তাকে পুরষ্কৃত করা হয়।

জানা গিয়েছে, চোখের সমস্যা থাকা সত্ত্বেও বোনচুক অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হাসপাতালে যায়। প্রতিদিন হাসপাতালের বাইরে নিয়ম করে বসে থাকত সে। হাসপাতালের কর্মীরাই তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন। হাসপাতালের জনসংযোগ আধিকারিক বলেন, কারও ক্ষতি করেনি কুকুর। তার মালিকের প্রতি এই ভালবাসা সবার নজরে এসেছে। সবাই ওকে পেয়ে খুব খুশি হয়েছে। সেনটার্কের মেয়ে তাকে বেশ কয়েকবার বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু বাড়ি নিয়ে গেলেও ফের হাসপাতালে চলে যেত সে।



কুকুরের প্রভুভক্তি অবশ্য নতুন নয়। একাধিকবার এই ধরনের ঘটনা সামনে এসেছে। সেনটার্ককে যেদিন হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় সেদিন হুইলচেয়ারের পাশেই ছিল বোনচুক। আনন্দে আত্মহারা বোনচুক বারাবার লাফিয়ে লাফিয়ে সেনটার্ক গায়ে ঝাঁপিয়ে পড়ছিল। যা দেখে খুশি হাসপাতালের কর্মীরাও। অনেকেই বলছেন, প্রভুভক্তির অনন্য নজীর। সংবাদমাধ্যমকে সেনটার্ক বলেন, কুকুর সব সময়ই মানুষের খুব কাছের। ওদের আচরণ মানুষের মতোই। যা আপনাকে সব সময় আনন্দ দেবে।