কলকাতা :  দু’দিনের বিরতির পর  ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ২৫ পয়সা বেড়েছে। ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ৩৩ পয়সা। কলকাতায় আজ পেট্রোলের দাম লিটারপ্রতি ৯১ টাকা ৬৬ পয়সা। ডিজেলের দাম লিটারপ্রতি ৮৪ টাকা ৯০ পয়সা।


দিল্লিতে পেট্রোলের দাম ২৬ পয়সা বেড়ে লিটার প্রতি হয়েছে ৯১.৫৩ টাকা। ডিজেলের দাম লিটারে ৩৩ পয়সা বেড়েছে। দিল্লিতে ডিজেলের দাম প্রতি লিটারে ৮২.০৬ টাকা।


দেশে পেট্রোল ও ডিজেলের দাম সবচেয়ে বেশি বাণিজ্যিক রাজধানী মুম্বইতে। মুম্বইতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটারে ৯৭.৮৬ টাকা। ডিজেলের দাম বেড়ে প্রতি লিটারে হয়েছে ৮৯.১৭ টাকা।


বিদেশী মুদ্রা বিনিময় হারের পরিবর্তনের বিষয়টির ভিত্তিতে আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিশোধিত তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারন করে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম  ও হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।


 গত মঙ্গলবার থেকে কলকাতা সহ সারা দেশজুড়ে বাড়তে শুরু করে পেট্রোলের দাম। মঙ্গলবার কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ছিল, ৯০ টাকা ৭৬ পয়সা। ডিজেলের দাম ছিল ৮৩ টাকা ৭৮ পয়সা।


পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এই চার রাজ্য ও কেন্দ্রশাসিত পুদুচেরির ভোটের বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন ২৬ ফেব্রুয়ারি জারি করেছিল। এর একদিন পর ২৭ ফেব্রুয়ারি পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছিল। এরপর দুই মাসের বিরতির পর ফের বাড়তে শুরু করেছে পেট্রোল ও ডিজেলের দাম।


উল্লেখ্য, স্থানীয় কর ও পরিবহন খরচ অনুসারে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল ও ডিজেলের দামে ফারাক হয়ে থাকে। গত ১৫ এপ্রিল তেল কোম্পানিগুলি পেট্রোল ও ডিজেলের দাম সামান্য কমিয়েছিল। এরপর আর মূল্য সংশোধন করা হয়নি। ওই সময় পাঁচ রাজ্যে নির্বাচন চলছিল। ভোটগ্রহণ শেষ হওয়ার পর তেল কোম্পানিগুলি পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছিল। কারণ, ওই সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়ছিল। আমেরিকায় চাহিদার কারণে অপরিশোধিত তেলের দামে এই বৃদ্ধি।