নয়াদিল্লি: ১২ সংখ্যার এই নম্বরেই থাকে 'পেনশনের চাবিকাঠি'। কোনও কারণে এই Pension Payment Order (PPO) নম্বর হারালেই সমস্যার মুখে পড়তে হয় পেনশন হোল্ডারদের। এবার থেকে সামান্য কয়েক ধাপেই উদ্ধার করতে পারবেন পুরোনো নম্বর। 


EPFO Update: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO-র নিয়ম বলছে, একবার পেনশন পেমেন্ট অর্ডার নম্বর হারালে সমস্যা তৈরি হতে পারে পেনশন হোল্ডারের। এই রেফারেন্স নম্বরের মাধ্যমেই সেন্ট্রাল পেনশন অ্যাকাউন্টিং অফিস বা (CPAO)-র সঙ্গে যোগাযোগ থাকে পেনশনারের। সদস্যদের এই সমস্যা দূর করতে সম্প্রতি ট্যুইট করেছে EPFO। যেখানে ধাপে ধাপে ছবির মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে নম্বর পুনরুদ্ধারের কৌশল।



Employee Provident Fund (EPF)-এর সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ছাড়াও PF নম্বর দিয়ে বের করা যাবে পেনশন হোল্ডারের PPO নম্বর। দেখে নিন কীভাবে করবেন সেই কাজ ?


প্রথমে EPFO Website – www.epfindia.gov.in-এ যান।
পেনশনার্স পোর্টালের বাঁ-দিকে হোম পেজে ক্লিক করুন।
এই পেনশনারস পোর্টালের মধ্যে আপনি জীবন প্রমাণ পত্র বা লাইফ সার্টিফিকেট সম্পর্কে অনুসন্ধান, 'নো ইওর পিপিও নম্বর', PPO Enquiry, Payment Enquiry ছাড়াও নিজের পেনশন স্ট্যাটাস সম্পর্কে জানতে পারবেন।  
এই পর্বে আপনাকে ‘Know your PPO No’অপশনে ক্লিক করতে হবে।
এখানে আপনাকে পেনশনের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা মেম্বার আইডি দিতে বলবে সিস্টেম।
একবার সেই নম্বর জমা দিলেই আপনাকে PPO নম্বর জানিয়ে দেওয়া হবে।


Employees’ Pension Scheme 1995 (EPS) অনুসারে এই সুবিধা দিয়ে থাকে EPFO । কর্মীর অবসরের ক্ষেত্রে প্রতি মাসে পেনশন দেয় EPS । এ ছাড়াও বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও কোন কারণে পেনশন হোল্ডারের মৃত্যু হলে সেই পেনশন পান তাঁর স্ত্রী ও সন্তান। কর্মীদের এই সুবিধা সম্পর্কে সচেতন করতে পেনশনার্স পোর্টালে বেশকিছু পরামর্শ দেওয়া হয়েছে। এই পরামর্শ অনুযায়ী কোনও ব্যক্তিকে অবসরের ৬ মাস আগে pension/gratuity/commutation/revision-এর বিষয়ে সব দরকারি কাগজ হেড অফিসে জমা দিতে বলা হয়েছে। যাতে অবসরের আগেই Pension Payment Order (PPO) অফিসে পৌঁছয়। 


আরও পড়ুন : SBI Update: ব্যাঙ্কে জমা টাকার থেকে বেশি তুলতে পারবেন, বিশেষ সুবিধা দিচ্ছে SBI


আরও পড়ুন : আরও পড়ুন : SBI Alert: ১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে স্টেট ব্যাঙ্কের এই নিয়ম, যাবে আরও টাকা