জলপাইগুড়ি: জলপাইগুড়ির মালবাজারে সেতু ভেঙে নদীতে পিক আপ ভ্যান পড়ে গিয়ে ২ জনের মৃত্যু হল। সেতু ভেঙে যাওয়ায় শিলিগুড়ি থেকে ডুয়ার্স বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাত ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। প্রশাসন সূত্রে খবর, অসম থেকে কলা নিয়ে শিলিগুড়ি যাচ্ছিল পাঁচটি পিক আপ ভ্যান। চারটি গাড়ি মালবাজার ব্লকে জুরন্তি সেতু পার হলেও, সেতু ভেঙে একটি পিক আপ ভ্যান পাহাড়ি নদীতে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক ও খালাসির। রাতভর বৃষ্টির জেরে জলপাইগুড়ির মালবাজারে রেল সেতু ভেঙে পড়ায় বন্ধ রয়েছে মালগাড়ি চলাচল। রাতে মালবাজারের ওদলাবাড়িতে লিস নদীর উপর রেলের সেতুটি ভেঙে ঝুলতে থাকে। আশপাশের গ্রামগুলিতে জল ঢুকতে শুরু করেছে। রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। বৃষ্টিতে শিলিগুড়িতেও ভেঙে পড়েছে পাতি কলোনি এলাকায় পঞ্চানন নদীর উপর অস্থায়ী সেতুর রেলিং। জলের তোড়ে বিচ্ছিন্ন সেতুর দু’ পারে শিলিগুড়ি পুরসভার ১ ও ৪৭ নম্বর ওয়ার্ডের সংযোগকারী রাস্তা। সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ।