হাওড়া: একই পোস্টারে এবার শুভেন্দু-রাজীবের ছবি। এতদিন পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা গিয়েছে। কিন্তু তা আলাদাভাবে। সদ্য মন্ত্রীত্ব ত্যাগ করা শুভেন্দু এবং বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের একসঙ্গে ছবি ঘিরে শুরু হয়েছে জল্পনা। কাটমানির টাকায় পোস্টার বলে কটাক্ষ করেছে বিজেপি।

ঘটনা হাওড়ার রামরাজাতলার।  শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে তখন সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিল একসঙ্গে দুই নেতার ছবি সহ এই পোস্টার। পোস্টারে লেখা, আমরা দাদার অনুগামী। এগিয়ে চলো, পাশে আছি। তবে এই পোস্টারকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

এদিন হাওড়ার দাশনগরে বঙ্গজননী কর্মসূচির প্রচারে যান তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সেখানেই পোস্টার বিতর্কে মুখ খোলেন তিনি। তৃণমূল নেত্রী তথা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, টাকা থাকলে পোস্টার মারা যায়। দলের কিছু ভুঁইফোড় নেতা এইসব কাজ করছে। তাতে লাভ হবে না। নাম ও নেতা হিসেবে পরিচয় সবই তৃণমূলের থাকার জন্য। তৃণমূলের বাইরে গেলে ওঁদের কোনও পরিচয় নেই।  এঁরা দল ছেড়ে চলে গেলেও দলের কোনো ক্ষতি হবে না।

পোস্টারের নেপথ্যে কাটমানির তত্ত্ব তুলে কটাক্ষ করেছে বিজেপি। হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা বলেন, হাওড়া শহরে শাসক দলের বিধায়ক ও মন্ত্রীদের পোস্টারে ছেয়ে গেছে। কত শতাংশ কাটমানির টাকায় এই পোস্টার তা জানি না। তবে কেন এই পোস্টার মারছে এটা তৃণমূলের লোকেরাই বলতে পারবে।

কে বা কারা দিচ্ছে পোস্টার-ফেস্টুন? কারাই বা আছে নেপথ্যে উদ্দেশ্য কী?বছর ঘুরলেই বিধানসভা ভোট। তাকে কেন্দ্র করেই সরগরম রাজনীতির ময়দান। এই প্রেক্ষিতে কখনও শুভেন্দু অধীকাররী সমর্থনে পোস্টার পড়েছে দাদার অনুগামীদের। কখনও রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ব্যানার-পোস্টার পড়েছে দাদার সমর্থক বা দাদার ভক্তদের। এবার এক পোস্টারে শুভেন্দু-রাজীব। যা অত্যন্ত তাৎ‍পর্যপূর্ণ বলেই মনে করা করছে রাজনৈতিক মহল।