মুম্বই: আপাতত স্থিতিশীল। ভালো আছেন বলিউডের কোরিওগ্রাফার, ডিরেক্টের রেমো ডিসুজা। হাসপাতাল সূত্রে এমন জামা গিয়েছে। শুক্রবার রেমো ডিসুজাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন নোরা ফতেহি। শুক্রবার রাতেই ইনস্টাগ্রাম স্টোরিতে রেমোর দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেন নোরা।
হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসাধীন বলিউডের কোরিওগ্রাফার, ডিরেক্টের রেমো ডিসুজা। সেখানে অ্যাঞ্জিওপ্লাস্টিও হয়েছে তাঁর। রেমো ডিসুজার সঙ্গে ছবি শেয়ার করে নোরা লিখেছেন, ’’ঈশ্বরকে অশেষ ধন্যবাদ যে তুমি সেরে উঠছ।আমাদের প্রার্থনা সবসময় তোমার ও তোমার পরিবারের সঙ্গে রয়েছে। তুমি নিরাপদে আছো জেনে ভালো লাগছে। সবসময় সদর্থক থাকো। ভালো হয়ে উঠবে।‘‘
শুধু নোরা নন, রেমো ডিসুজার আরোগ্য কামনায় ট্যুইট করেছেন গীতা কপুর ও টেরেন্স লুইস। ইন্ডিয়াস বেস্ট ডান্সার শোয়ে অতিথি বিচারক রেমো ডি সুজা-র সঙ্গে বিচারকের আসনে থাকেন গীতা ও লুইস।
গীতা কপূর লিখেছেন, ’’তোমার জন্য আামার ভালোবাসা। দ্রুত সেরে ওঠার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তাড়াতাড়ি ভালো হয়ে ওঠ। তোমাকে আবার বিরক্ত করার সুযোগ দাও। শুধু আমার জন্য নয়. এমন অনেকে আছে যারা তোমাকে ভালোবাসে কিন্তু সরাসরি তোমার কাছে পৌঁছতে পারছে না।‘‘
লুইস লিখেছেন ’’খুব শীগগির আবার আগের মতো আমরা একসঙ্গে শোয়ের মঞ্চে দেখতে চাই তোমাকে। রেমো ডিসুজা আমাদের সবচেয়ে দরকার হচ্ছে বিশ্বাস এবং ইচ্ছাশক্তি। ফিরে এসো ভাই, এখনও অনেক বাকি আছে।‘‘
তিনটি রিয়ালিটি শোয়ে বিচারকের ভূমিকায় দেখা গিয়েছে রেমো ডিসুজাকে। ’ডান্স প্লাস‘, ’ডান্স ইন্ডিয়া ডান্স‘ এবং ’ঝলক দিখ লা জা‘ –তে রেমোকে পেয়েছেন দর্শক। বাংলা ছবি ’লাল পাহাড়ের কথা‘ ছবিতে পরিচালকের ভূমিকায় যাত্রা শুরু রেমো ডিসুজার।
আপাতত স্থিতিশীল রেমো ডিসুজা, দ্রুত আরোগ্য কামনা নোরা ফতেহির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Dec 2020 05:58 PM (IST)
আপাতত স্থিতিশীল। ভালো আছেন বলিউডের কোরিওগ্রাফার, ডিরেক্টের রেমো ডিসুজা। হাসপাতাল সূত্রে এমন জামা গিয়েছে। শুক্রবার রেমো ডিসুজাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন নোরা ফতেহি। শুক্রবার রাতেই ইনস্টাগ্রাম স্টোরিতে রেমোর দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেন নোরা।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -