অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ফের বিজেপি-শাসিত রাজ্যে সরকারি বিজ্ঞাপনে কলকাতার ছবি। পথ নিরাপত্তা নিয়ে স্লোগান তৈরির জন্য সম্প্রতি লেখা প্রতিযোগিতার আয়োজন করে ত্রিপুরা সরকার। বিপ্লব দেবের সরকারের সেই বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে শিয়ালদা উড়ালপুলের ছবি। ছবিতে দেখা যাচ্ছে কলকাতার হলুদ ট্যাক্সি, নীল-হলুদ রঙের বাস। এর আগে উত্তরপ্রদেশে যোগী সরকারের বিজ্ঞাপনে মা উড়ালপুলের ছবি ব্যবহার করা হয়।
এরপর অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের বিজ্ঞাপনে উত্তরাখণ্ডে দেখানো হয় দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরের ছবি। এবার ত্রিপুরায় সরকারি বিজ্ঞাপনে শিয়ালদা উড়ালপুলের ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নিজেদের দেখাবার কিছু নেই, তাই বারবার চুরি করে বাংলার ছবি ব্যবহার। কটাক্ষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। বিজ্ঞাপন সংস্থার সতর্ক থাকা উচিত ছিল। এজেন্সির ঘাড়ে দায় চাপালেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।
এর আগে যোগী সরকারের উন্নয়ন-বিজ্ঞাপনে মা উড়ালপুলের ছবি নিয়ে বিতর্ক চরমে উঠেছিল। উদ্বোধনের ছ’বছর পর, বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উন্নয়ন-বিজ্ঞাপনে, এই মা উড়ালপুলের ছবি থাকায় বিতর্ক তুঙ্গে উঠেছিল।
আরও পড়ুন, কপ্টার ক্র্যাশে নিহত সতপালের অপেক্ষায় পাহাড়, ঘরের ছেলেকে শেষ শ্রদ্ধা জানাতে তৈরি হচ্ছে দার্জিলিং
এরপরও কলকাতার মা উড়ালপুলকে উত্তরপ্রদেশ সরকারের কৃতিত্ব হিসেবে সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপন নিয়ে শোরগোলের পর এবার একই ধরনের ঘটনা ঘটে উত্তরাখণ্ডে।
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের ট্যুইটে দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের পাশে উত্তরাখণ্ড লেখা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ওই ট্যুইট রিট্যুইট করে বিজেপিকে কটাক্ষ করেছিল তৃণমূল। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের ট্যুইটকে রিট্যুইট করে বিজেপিকে খোঁচা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলেছিল, ‘আমাদের উন্নয়নকে দেখানো ছাড়া বিজেপির কিছুই নেই।মা ফ্লাইওভারের পর এবার কাজী নজরুল ইসলাম (দুর্গাপুর) বিমানবন্দর। কীভাবে প্রকৃত উন্নয়ন করতে হয়, তার শিক্ষা দিতে পেরে আমরা খুশি।’