সৌভিক মজুমদার, কলকাতা : ১৬ নভেম্বর থেকে খুলছে স্কুলের দরজা (School Reopen)। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। কিন্তু রাজ্যের বিরুদ্ধে পরিকল্পনা ছাড়াই নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল চালু করতে চাওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে (Calcutta HighCourt) হল জনস্বার্থ মামলা (PIL)। মামলাকারীর আশঙ্কা, ভ্যাকসিনেশন (Vaccination) না হওয়ায় সংক্রমিত হতে পারেন পড়ুয়ারা। আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে। 


রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টে পর্যন্ত। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত হবে দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস। রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী। মামলাকারীর অভিযোগ, পরিকল্পনা ছাড়াই রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খোলা হবে। মামলাকারীর মতে, এই পড়ুয়াদের এখনও পর্যন্ত ভ্যাকসিনেশন হয়নি। ফলে পরিকল্পনা ছাড়া স্কুল খুললে, ছাত্র-ছাত্রীদের সংক্রমিত হওয়ার আশঙ্কা আছে। মামলাকারীর আবেদন, এই বিষয়ে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হোক। সেই কমিটি সময় কমিয়ে কীভাবে স্কুল চালু রাখা যায়, তার সুপারিশ করুক। 


আরও পড়ুন- কীভাবে মানতে হবে করোনাবিধি? স্কুলের দেওয়ালে ফুটিয়ে তোলা হচ্ছে সচেতনতার বার্তা


গত ২ বছর ধরে করোনা (Corona) আবহে রাজ্যজুড়ে বন্ধ রয়েছে স্কুল, কলেজ। এই অবস্থায় গত অগাস্টে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পুজোর পর এক দিন অন্তর স্কুল-কলেজ খোলা নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। গতমাসের শেষে যেদিকে একধাপ এগিয়ে মখ্যমন্ত্রী নির্দেশ দেন ১৬ নভেম্বর থেকে রাজ্যে স্কুল-কলেজ খুলবে। তিনি জানান, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা স্কুল ভবনগুলি সারাইয়ে জন্য ১০৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। ৬ হাজার ৪৬৮টি স্কুল মেরামতির সিদ্ধান্ত নিয়েছিল সরকার। 


আরও পড়ুন- পুজোর পর থেকেই ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, স্কুল কি খুলবে ? আশঙ্কায় পড়ুয়া থেকে অভিভাবকরা


Education Loan Information:

Calculate Education Loan EMI