সূর্য দেবতা জগতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখেন।  জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে, আত্মার কারক হলেন সূর্য দেবতা। হালেই রাশি পরিবর্তন করেছেন সূর্যদেব।  সংক্রান্ তিথিতে সূর্য দেবতার রাশিচক্রের পরিবর্তন হয়েছে। একেই বলা হয় সূর্য গোচর এই তিথি খুবই গুরুত্বপূর্ণ। এদিন গঙ্গাস্নানের বিশেষ রীতি আছে। পুজো, জপ, তপস্যা করা হয় এই তিথিতেই। সূর্যের রাশিচক্রের পরিবর্তনে ৩ টি রাশির জাতকরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। এই রাশির জাতকদের ভাগ্য ১৭ অক্টোবর পর্যন্ত উজ্জ্বল থাকবে। এই রাশিগুলি কোনগুলি।



ধনু রাশি
ধনু রাশির জাতক হলে,  কর্মজীবনে বড় সাফল্য পেতে পারেন। সূর্য দেবতার কৃপায় কর্মক্ষেত্রে সাফল্য পাবেন । সরকারি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা সুবিধা পেতে পারেন। শিক্ষার্থীরা শুভ ফল পাবেন এই অবস্থানে। বাবার সঙ্গে সম্পর্ক মধুর হবে। সেবা ও সম্মানেই মোক্ষ লাভ হবে। আপনি যদি চাকরি পরিবর্তনের কথা ভেবে থাকলে,পিতৃপক্ষের সময় এটি করবেন না। সূর্যের উপাসনা করলে ব্যক্তি জীবনে উচ্চপদ লাভ করবে।


সিংহ রাশি
সিংহ রাশির জাতক হলে এই সময়টা উজ্জ্বল।   সূর্য দেবতার রাশিচক্রের পরিবর্তনে সবচেয়ে বেশি লাভবান হবেন । সিংহ রাশির অধিপতি হলেন সূর্য দেবতা ।  ভগবান বিষ্ণুই এই রাশির মূল উপাস্য। সূর্য দেবতা সিংহ রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছে । এই অবস্থানের কারণে সরকারি কাজে আর্থিক লাভ হতে পারে। এর পাশাপাশি ব্যবসা থেকে আর্থিক লাভও হতে পারে। এই রাশির জাতক - জাতিকারা  শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। খাওয়া দাওয়ার দিকে মনোযোগ দিন। শারীরিক ও মানসিক রোগ থেকে মুক্তি পাবেন। 


কন্যা রাশি
কন্যা রাশিতে সূর্য দেবতা গমন করেছেনয  বৃশ্চিক রাশির জাতক হলে ভাগ্যে পরিবর্তন আসতে পারে। কন্যা রাশির উপর সূর্যের প্রভাবে অবশ্যই আর্থিক লাভ হবে। বিনিয়োগের জন্য এটি একটি ভাল সময়।  পিতৃপক্ষের সময় বিনিয়োগ এড়িয়ে চলুন। শারদীয়া নবরাত্রির সময় ব্যবসা বাড়তে পারে। বন্ধুদের কাছ থেকেও উপকৃত হবেন। চাকরি পরিবর্তন করতে পারেন। কর্মজীবন ও ব্যবসায় নতুন মাত্রা দিতে প্রতিদিন সূর্যদেবকে জল নিবেদন করুন ।   


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।