নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে ট্যুইট করেছিলেন তিনি। সেই খেসারত দিতে হল গো এয়ার বিমান সংস্থার পাইলটকে। তাঁকে বহিষ্কার করল বিমান সংস্থা। বিবৃতি দিয়ে গো এয়ার জানিয়েছে, বিমান সংস্থার সোশ্যাল মিডিয়ার নীতি লঙ্ঘন করেছেন ওই পাইলট।
গো এয়ার বিমান সংস্থা বিবৃতিতে বলেছে, ‘’গো এয়ার জিরো টলারেন্স নীতি মেনে চলে। প্রত্যেকের সেই নিয়ম মেনে চলা বাধ্যাতামূলক। শুধু সংস্থার অন্দরেই নয়, এই নিয়ম মানতে হবে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও। বিমান সংস্থা কোনওভাবেই কোনও ব্যক্তির নিজস্ব মতামতের দায় নেবে না। গো এয়ার ওই পাইলটকে তৎক্ষণাত বহিষ্কার করেছে।
কী লিখেছিলেন ওই পাইলট?
ট্যুইটারে লিখেছিলেন, প্রধানমন্ত্রী বোকা। আপনি আমাকেও একই কথা বলতে পারেন। সেটা ঠিক আছে। কারণ আমি প্রধানমন্ত্রী নই। কিন্তু প্রধানমন্ত্রী বোকা। গত বৃহস্পতিবার এই ট্যুইট করেন তিনি।
ছবি: সৌজন্যে ট্যুইটার
যদিও পরে সেই ট্যুইট ডিলিট করেন তিনি। ক্ষমাও চান ওই ব্যক্তি। নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে তিনি ট্যুইটারে লেখেন, আমি প্রধানমন্ত্রী সম্পর্কে যা লিখেছিলাম তার জন্য ক্ষমাপ্রার্থী। এই ট্যুইটের জন্য অনেকেই আঘাত পেয়ে থাকতে পারেন। গো এয়ার আমার ট্যুইটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনওভাবেই সম্পর্কযুক্ত নয়। ট্যুইটে যা আমি লিখেছিলাম তা একান্তই আমার ব্যক্তিগত মতামত।
কিন্তু ক্ষমা চাইলেও রেহাই মেলেনি। সংশ্লিষ্ট পাইলটের বিরুদ্ধে তৎক্ষণাত ব্যবস্থা নেয় গো এয়ার। বহিষ্কার করা হয় তাঁকে। কিন্তু বিমান সংস্থার এই আচরণে প্রশ্ন তুলছেন অনেকেই। গণতান্ত্রিক দেশে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলায় হস্তক্ষেপ কেন? সেই প্রশ্ন উঠেছে। বাক স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মত ওয়াকিবহল মহলের।
প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে ট্যুইট, পাইলটকে বহিষ্কার গো এয়ারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Jan 2021 01:11 PM (IST)
যদিও পরে সেই ট্যুইট ডিলিট করেন তিনি। ক্ষমাও চান ওই ব্যক্তি। নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে তিনি ট্যুইটারে লেখেন, আমি প্রধানমন্ত্রী সম্পর্কে যা লিখেছিলাম তার জন্য ক্ষমাপ্রার্থী।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -